Bollywood: ভোজপুরি সহ নানা আঞ্চলিক ভাষায় কাজ করেছেন এই বলি তারকারা !
- Published by:Piya Banerjee
Last Updated:
বলিউডের তারকারা কিন্তু হিন্দির পাশাপাশি আঞ্চলিক ছবিতে অভিনয়েও নজর কেড়েছেন। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা!
advertisement
1/8

বলিউড হালফিলে বহু আঞ্চলিক ভাষার ছবি হিন্দিতে রিমেক করছে। তাও আঞ্চলিক ভাষার ছবি নিয়ে খুব একটা সচেতন নন সর্বভারতীয় দর্শকের একটা বড় অংশই! এখনও অনেকে দক্ষিণী, মরাঠি, ভোজপুরি, পঞ্জাবি ছবি দেখতে স্বচ্ছন্দ বোধ করেন না। কিন্তু বলিউডের তারকারা কিন্তু হিন্দির পাশাপাশি আঞ্চলিক ছবিতে অভিনয়েও নজর কেড়েছেন। যেমন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) তাঁর কেরিয়ার শুরুই করেছিলেন আঞ্চলিক ছবি দিয়ে। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ইরুবর (Iruvar), পরের বছরে তামি ছবি জিন্স (Jeans)। এর পর বাংলা ছবি চোখের বালির (Chokher Bali) কথাও বলতে হয়। বর্তমানেও নায়িকা আঞ্চলিক ছবি পন্নিইন সেলভানের (Ponnyin Selvan) কাজে ব্যস্ত।
advertisement
2/8
আঞ্চলিক ভাষার ছবিতে নজর কেড়েছেন অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan)। কন্নড় ছবি অম্রুতধারে (Amrutadhare), মলয়ালম ছবি কান্দাহার (Kandahar), ভোজপুরি ছবি গঙ্গা (Ganga), মরাঠি ছবি এক ক্রান্তিবীর (Ek Krantiveer), তেলুগু ছবি সিয়ে রা নরসিমহা রেড্ডি (Sye Raa Narasimha Reddy)- তালিকা নেহাত ছোট নয়।
advertisement
3/8
রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) হিন্দির পাশাপাশি মরাঠি ছবি করেছেন জমিয়ে। অভিনয় করেছেন লাল ভারি (Laal Bhaari) এবং মাউলি-তে (Maulii)। প্রযোজনা করেছেন সমালোচকের প্রশংসায় সমৃদ্ধ মরাঠি ছবি বালক পালক (Balak Palak) এবং ইয়েলো (Yellow)।
advertisement
4/8
২০০৬ সালের তামিল ছবি সৈনিকুরু (Sainikudu)-তে মহেশ বাবুর (Mahsh Babu) সঙ্গে অভিনয় করেছিলেন ইরফান খান (Irrfan Khan)। পঞ্জাবি ছবি কিসসা (Qissa), বাংলাদেশি ছবি ডুব-এও (Doob) নজর কেড়েছে তাঁর অসামান্য অভিনয়।
advertisement
5/8
কঙ্কণা সেন শর্মার (Konkona Sen Sharma) আঞ্চলিক ভাষার ছবি অবশ্য শুধু বাংলা ভাষার ছবিতেই সীমাবদ্ধ। মা অপর্ণা সেনের (Aparna Sen) পরিচালনায় গয়নার বাক্স (Goynar Baksho), ঋতুপর্ণ ঘোষের (c) পরিচালনায় তিতলি (Titli)- তালিকা বাড়বে বই কমবে না! বাংলা ছবিতে আত্মপ্রকাশ করে তার পর বলিউডে কদম শক্ত করেন এই নায়িকা।
advertisement
6/8
সুস্মিতা সেন (Sushmita Sen) যে তামিল ছবি রতচগান-এ (Ratchagan) অভিনয় করেছেন, সে খবর অনেকেরই অজানা। এছাড়া বাঙালি মেয়ে নিজের ভাষায় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নির্বাক (Nirbaak) ছবিতেও অভিনয় করেছেন।
advertisement
7/8
১৯৬৭ সালে তামিল ছবি কন্দন করুণাই (Kandhan Karunai) দিয়ে রুপোলি পর্দায় যাত্রা শুরু হয়েছিল শ্রীদেবীর (Sridevi)। সে অবশ্য ছোটবেলার কথা। তখন তাঁর বয়স মাত্র ৪ বছর। কিন্তু কেরিয়ারের শিখরে থাকার সময়েও বহু তামিল, তেলুগু, মলয়ালম, কন্নড় ছবিতে অভিনয় করেছেন দেশের এই মোহিনী নায়িকা।
advertisement
8/8
বলিউডের তারকাদের আঞ্চলিক ছবি করার তালিকায় নাম থাকবে জিমি শেরগিলেরও (Jimmy Sheirgill)। ইয়ারাঁ নাল বাহারাঁ (Yaaran Naal Baharan), শরিক (Shareek), রঙ্গিলে (Rangeelay), বৈশাখী (Vaisakhi)- বহু পঞ্জাবি ছবি সমৃদ্ধ হয়েছে তাঁর বলিষ্ঠ অভিনয়ে।