সেরা ১৫-এ ৭ বাঙালি! Indian Idol-র মঞ্চে বাংলার জয়জয়কার
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Indian Idol : ইন্ডিয়ান আইডলের টপ ১৫-এ রয়েছে ৭ বাঙালি। তালিকায় এক এক করে রয়েছে সোনাক্ষী কর, অনুষ্কা পাত্র, সঞ্চারী সেনগুপ্ত, সেঁজুতি দাস, বিদীপ্তা চক্রবর্তি, দেবস্মিতা রায় এবং শীর্ষা রক্ষিত
advertisement
1/6

#মুম্বই: শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডলের ১৩ নম্বর সিজন। আর এই সিজন দেখবার জন্য বাঙালির অন্যতম বড় কারণ হল বাংলার সাত ছেলে-মেয়ের অপূর্ব গান। ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলার এই সাত বাঙালির জয়জয়কার শুধু ওঁদেরই নয়, গর্বিত করবে আপনাকেও।
advertisement
2/6
কেউ তাঁর গলার পিচ বদলে নজর কেড়েছে বিচারকদের, আবার কারুর গানে বিচারকের চোখে জল। তবে বাংলার এই তিন মেয়ে কিন্তু ভারতের সঙ্গীতের মঞ্চে বেশ আশা দেখাচ্ছে...
advertisement
3/6
ইন্ডিয়ান আইডলের টপ ১৫-এ রয়েছে ৭ বাঙালি। তালিকায় এক এক করে রয়েছে সোনাক্ষী কর, অনুষ্কা পাত্র, সঞ্চারী সেনগুপ্ত, সেঁজুতি দাস, বিদীপ্তা চক্রবর্তি, দেবস্মিতা রায় এবং প্রীতম রায়। এছাড়াও কাশ্মীর থেকে কন্যাকুমারীর শিল্পীরা হাড্ডাহাড্ডি লড়াই করছে একসঙ্গে।
advertisement
4/6
এর পরে থিয়েটার রাউন্ড এবং শীর্ষ ১৫ এর চূড়ান্ত নির্বাচন হবে।
advertisement
5/6
ইন্ডিয়ান আইডল ১৩-এর বিচারক হবেন বলিউড ত্রয়ী বিশাল দাদলানি, নেহা কক্কর এবং হিমেশ রেশমিয়া। হোস্ট হবেন আদিত্য নারায়ণ।
advertisement
6/6
তবে ইন্ডিয়ান আইডল ১৩ থেকে বাংলায় তৈরি হয়েছে একাধিক সম্ভাবণা। জাতীয় রিয়্যালিটি শো-তে বাংলার জয়জয়কার।