TRENDING:

সেই ৫টা ছবি, যা ফ্লপ হওয়ার পর কেরিয়ারই ডুবে গিয়েছিল এই ৫ অভিনেতার ! তাঁদের মধ্যে একজন আবার সুপারস্টার

Last Updated:
কেউ কেউ নায়কের চরিত্র না পেয়ে পার্শ্বচরিত্রে অভিনয় করতে বাধ্য হয়েছেন, তো কেউ বা আবার রুপোলি দুনিয়া থেকে চিরতরেই হারিয়ে গিয়েছেন। 
advertisement
1/6
সেই ৫টা ছবি, যা ফ্লপ হওয়ার পর কেরিয়ারই ডুবে গিয়েছিল এই ৫ অভিনেতার !
একটি ছবি যেমন অভিনেতা-অভিনেত্রীর ভাগ্য বদলে দিতে পারে, তেমনই একটিমাত্র ছবিই কোনও অভিনেতা-অভিনেত্রীর কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আজকের প্রতিবেদনে এমন কিছু ছবির তালিকার বিষয়ে কথা বলব, যেগুলির কারণে ভাল অভিনেতাদের কেরিয়ারেও ভরাডুবি দেখা দিয়েছিল। আর ফ্লপ ছবির জেরে কেরিয়ারে প্রবল ক্ষতির মুখ দেখেছিলেন বিবেক মুশরান, গোবিন্দা, উদয় চোপড়া, শাইনি আহুজা এবং হরিশ কুমারের মতো অভিনেতারা। তাঁদের ভাগ্য রীতিমতো বদলে গিয়েছিল। কেউ কেউ নায়কের চরিত্র না পেয়ে পার্শ্বচরিত্রে অভিনয় করতে বাধ্য হয়েছেন, তো কেউ বা আবার রুপোলি দুনিয়া থেকে চিরতরেই হারিয়ে গিয়েছেন।
advertisement
2/6
বিবেক মুশরান: এই তালিকায় প্রথম নামটি হল বিবেক মুশরান। ‘সওদাগর’-এর মতো জনপ্রিয় ছবির হাত ধরে তাঁর কেরিয়ারের সূচনা। এরপর দ্বিতীয় ছবিতে মণীষা কৈরালার সঙ্গে জুটি বেঁধে ‘ফার্স্ট লাভ লেটার’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু এই ছবিটি সেভাবে দাগ কাটতে পারেনি। একই ভাবে ১৯৯২ সালে ‘বেওয়াফা সে ওয়াফা’ নামের ফ্লপ ফিল্মে অভিনয় করেছিলেন। এরপর থেকে পার্শ্বচরিত্রেই দেখা যেতে থাকে তাঁকে। ‘উলঝন’, ‘কিসনা’, ‘তামাশা’, ‘বেগম জান’ থেকে ‘বীরে দি ওয়েডিং’ ছবিতে কাজ করেছেন। এর পাশাপাশি টিভি-র দুনিয়াতেও যথেষ্ট সক্রিয় তিনি। ‘সোনপরী’ থেকে শুরু করে ‘মাই’-এর মতো শোয়ে চুটিয়ে অভিনয় করেছেন।
advertisement
3/6
গোবিন্দা: এই তালিকায় দ্বিতীয় নামটি হল সুপারস্টার গোবিন্দার। নব্বইয়ের দশকে বি-টাউন কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। একই সময়ে ১০-১২টি ছবি করতেন তিনি। সেই সময় এমন কোনও নায়িকা ছিলেন না, যাঁর সঙ্গে গোবিন্দা কাজ করেননি। নব্বইয়ের দশক পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু এরপর ২০০০-এর দিকে তিনি ‘আলবেলা’, ‘দিল নে ফির ইয়াদ কিয়া’, ‘স্যান্ডউইচ’, ‘ফ্রাইডে’, ‘হে ব্রো’, ‘আ গ্যয়া হিরো’-র মতো একাধিক ফ্লপ ছবিতে কাজ করেছেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘রঙ্গিলা রাজা’ ছবি তাঁর কেরিয়ারের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছিল।
advertisement
4/6
উদয় চোপড়া: এই তালিকায় রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী পরিবারের সন্তান উদয় চোপড়াও। তিনি আদতে যশ চোপড়ার কনিষ্ঠ পুত্র এবং আদিত্য চোপড়ার ভাই। ‘মোহব্বতেঁ’ ছবির হাত ধরে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর ‘ধুম’-এর মতো হিট ছবিতে অভিনয় করেছিলেন। তবে উদয় চোপড়ার কেরিয়ারের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছিল ‘প্যায়ার ইমপসিবল’। তবে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুম ৩’-র পর তাঁকে আর নায়কের চরিত্রে দেখা যায়নি।
advertisement
5/6
শাইনি আহুজা: হাজারোঁ খোয়াইশেঁ অ্যায়সি ছবির হাত ধরে কেরিয়ার শুরু করার পর শাইনি আহুজা জিতেছিলেন ফিল্ম ফেয়ার বেস্ট মেল ডেবিউ অ্যাওয়ার্ড। ভুল ভুলাইয়া ছবিতে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু এরপরে ২০১৭ সালে তাঁকে দেখা গিয়েছিল খোয়া খোয়া চাঁদ ছবিতে। হাইজ্যাক, ধিমে ধিমে থেকে শুরু করে ঘোস্ট-এর মতো একাধিক ফ্লপ ছবিতে অভিনয় করেছিলেন। এরপর ২০১৫ সালে রুপোলি দুনিয়া থেকে উধাও হয়ে যান তিনি।
advertisement
6/6
হরিশ কুমার: এই তালিকায় রয়েছেন করিশ্মা কাপুরের নায়িকা হরিশ কুমার। ‘প্রেম কয়েদি’ ছবিতে ডেবিউ করেছিলেন। একের পর এক ছবি করেছিলেন এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও প্রচুর কাজ পাচ্ছিলেন।কিন্তু ২০১৮ সালে ‘আ গ্যয়া হিরো’-র মতো ফ্লপ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর আর হরিশ কুমারকে কোনও ছবিতেই দেখা যায়নি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
সেই ৫টা ছবি, যা ফ্লপ হওয়ার পর কেরিয়ারই ডুবে গিয়েছিল এই ৫ অভিনেতার ! তাঁদের মধ্যে একজন আবার সুপারস্টার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল