Tollywood Gossip|| এই ৫ টলি নায়িকা পুরোই বদলেছেন প্লাস্টিক সার্জারিতে! দেখুন চিনতে পারেন কিনা এঁদের
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tollywood Gossip: বলিউডের শিল্পা শেঠি বা প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের মতো এখন টলিউড অভিনেতা-অভিনেত্রীরাও প্লাস্টিক সার্জারি করিয়ে নিচ্ছেন নিজেদের সৌন্দর্য, বয়স ধরে রাখার জন্য। সেই তালিকায় রয়েছে টলিউডের প্রথম সারির বেশ করেকটি নাম।
advertisement
1/7

*স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার নয়, নিজেকে সম্পূর্ণ নতুন রূপে গড়ে তুলতে নায়িকারা যে কী কী করেন, তা না কল্পনার বাইরে। নিজেদের সৌন্দর্য বাড়াতে কেউ বদলে ফেলেন নাক, কেউ ঠোঁট, আবার কেউ মুখের গঠন। আর এই সব কিছুই সম্ভব হয় প্লাস্টিক সার্জারির জন্য। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*বলিউডের শিল্পা শেঠি বা প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের মতো এখন টলিউড অভিনেতা-অভিনেত্রীরাও প্লাস্টিক সার্জারি করিয়ে নিচ্ছেন নিজেদের সৌন্দর্য, বয়স ধরে রাখার জন্য। সেই তালিকায় রয়েছে টলিউডের প্রথম সারির বেশ করেকটি নাম। তাঁদের সেই বদল যথেষ্ট চোখে পড়ার মতো। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*মিমি চক্রবর্তী: ৭ ডিসেম্বর ২০১২ তারিখে মুক্তি পায় 'বাপি বাড়ি যা' চলচ্চিত্র। সেই সিনেমার মাধ্যমেই মিমির অভিনয়ের যাত্রা শুরু। টেলিভিশনের পর্দায় তাঁকে প্রথম দেখা গিয়েছিল 'পুপে' রূপে। তারপর বহু ছবিতে অভিনয় করেছেন। প্রথম দিনের পর থেকে আজ পর্যন্ত এই টলিউড নায়িকা ঠোঁট এবং চোয়ালের আদল অনেক পরিবর্তন করে ফেলেছেন, আর তা সম্ভব হয়েছে প্লাস্টিক সার্জারির মাধ্যমেই। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*রাইমা সেন: মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। শোনা যায়, নিজের দাঁতের আকারে বেশ কিছু পরিবর্তন করেছেন রাইমা সেন। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*শুভশ্রী গঙ্গোপাধ্যায়: সম্প্রতিকালে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। নিজেকে সুন্দর করে তোলার জন্য শুভশ্রী একাধিক সার্জারি করিয়েছেন বলে শোনা যায়।
advertisement
6/7
*সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত। সায়ন্তিকা নিজেকে সুন্দর করে তোলার জন্য লিপ ফিলার্স করিয়েছেন বলে শোনা যায়। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*নুসরত জাহান: অভিনেত্রী নুসরত জাহান টলিউড অভিনেত্রীদের মধ্যে প্রথম সারির। প্রথম যখন তিনি অভিনয় শুরু করেন, তার থেকে এখনকার নুসরত জাহানের চেহারার পার্থক্য বিস্তর। এখন লক্ষ্য করলে দেখা যাবে নুসরতের ঠোঁট আগের চেয়ে অনেকটাই চওড়া হয়ে গিয়েছে।