Bollywood Gossip: 'ওই ৩ মাস যা...!' ভয়ঙ্কর কালো দিন! বাঙালি অভিনেত্রী কঙ্কনার কথায় শিউরে উঠবেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। কঙ্কনা টিনসেল টাউনের অন্যতম সেরা অভিনেত্রী।
advertisement
1/8

*৪৪ বছর বয়সী অভিনেত্রী, যিনি পর্দায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও হাত পাকিয়েছেন। হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও কাজ করেছেন দাপিয়ে। দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তিনটি ফিল্মফেয়ার পুরস্কারের বিজয়ী।
advertisement
2/8
*চলচ্চিত্র পরিবারে জন্ম অভিনেত্রী বলিউড, টলিডের মূল ধারার ছবির পাশাপাশি স্বাধীন চলচ্চিত্রে কাজ করেছেন। কিন্তু সিগারেট বা ধূমপানের নেশা তাঁকে বারে বারে সমস্যায় ফেলেছে। তাই এই নেশা ছেড়ে দিতে চান।
advertisement
3/8
*প্রতিটি মানুষের মধ্যেই কিছু গুণ এবং ত্রুটি রয়েছে যেমন ইতিবাচক এবং নেতিবাচক গুণাবলী। কিছু লোক তাদের নেতিবাচক গুণাবলী ত্যাগ করতে চায়, কিন্তু তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও খারাপ অভ্যাস ত্যাগ করতে পারে না।
advertisement
4/8
*বলিউডের এই অভিনেত্রীও তাঁর বাজে নেশা থেকে মুক্তি পেতে আপ্রাণ চেষ্টা করছেন। কে সেই অভিনেত্রী এবং কেন তিনি আবার শিরোনামে এসেছেন, আসুন আপনাদের বলি...
advertisement
5/8
*অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। কঙ্কনা টিনসেল টাউনের অন্যতম সেরা অভিনেত্রী। 'লাস্ট স্টোরিজ 2' দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন অভিনেত্রী নন, একজন চমৎকার পরিচালকও। আবারও পর্দায় হাজির কঙ্কনা। এ বার তিনি স্ক্রিন শেয়ার করেছেন মনোজ বাজপেয়ীর সঙ্গে। দুজনকেই 'কিলার স্যুপ'-এ দেখা যাবে যা Netflix-এ প্রচারিত হবে।
advertisement
6/8
*সম্প্রতি সিনেমাটির প্রচারের সময় তিনি কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। এই কথোপকথনের র্যাপিড ফায়ার রাউন্ডে প্রশ্ন ছিল, কোন অভ্যাস ছাড়তে চান। অভিনেত্রী জানিয়েছেন, তিনি ধূমপান ছাড়তে চান। তিনি বলেন, আমি বেশি ধূমপান করি না, তবে সেটাও আর করতে চাই না।'
advertisement
7/8
*যদি আপনার জীবনের একটি মুখ মুছে ফেলতে হয় তবে কোন মুখ? উত্তরে কঙ্কনা বলেন, 'জীবনে এমন একটি পর্ব ছিল যেখানে আমি তিন মাস শয্যাশায়ী ছিলাম, আমি সেই পর্ব মুছে ফেলতে চাই, কারণ সেই সময়টা খুব কঠিন ছিল।'
advertisement
8/8
*উল্লেখ্য, 'কিলার স্যুপ' নেটফ্লিক্সের আসন্ন হিন্দি ব্ল্যাক কমেডি ক্রাইম থ্রিলার সিরিজ। সিরিজটি ১১ জানুয়ারী Netflix-এ প্রিমিয়ার হবে।