TRENDING:

Actress Who Married Villains: কপালে জোটেনি হিরো! বলিউড ভিলেনদের বিয়ে করেছেন যে ৪ নামী অভিনেত্রীরা, চিনুন তাঁদের

Last Updated:
চিনুন এই সব অভিনেত্রীদের৷ যারা বলিউডের 'ভিলেন'দের তাঁদের জীবনসঙ্গী করেছেন।
advertisement
1/7
কপালে জোটেনি হিরো!বলিউড ভিলেনদের বিয়ে করেছেন যে ৪ নামী অভিনেত্রীরা,চিনুন তাঁদের
খুবই ভাল অভিনেত্রী, বলিউডে সকলেই এক নামে চেনেন তাঁদের৷ কাজের পাশাপাশি সকলেই এখন মন দিয়ে সংসার করছেন৷ তবে তাঁরা জীবনে বেছে নিয়েছেন খলনায়কদের! মানে এদের স্বামীরা বলিউডের ভিলেন হিসেবে জনপ্রিয়৷ চিনুন এই সব অভিনেত্রীদের৷ যারা বলিউডের 'ভিলেন'দের তাঁদের জীবনসঙ্গী করেছেন।
advertisement
2/7
রেণুকা শাহানে: হিন্দি ও মারাঠি ছবিতে তিনি খুবই জনপ্রিয়৷ টেলিভিশন প্রযোজনাও তিনি খুব পরিচিত৷ দূরদর্শন টিভি শো সুরভি (১৯৯৩-২০০১)-তে সহ-উপস্থাপক হিসাবে তাঁর পরিচিতি সবথেকে বেশি।
advertisement
3/7
প্রথমে তিনি বিজয় কেঙ্করেকে বিয়ে করেছিলেন, কিন্তু পরে তাঁদের বিচ্ছেদ দেয়৷ তারপর রেণুকা ২০০১ সালে বলিউডের 'ভিলেন' আশুতোষ রানাকে বিয়ে করেন। আজ দু’জনেই খুব সুখে জীবন কাটাচ্ছে।
advertisement
4/7
পূজা বাত্রা: বিখ্যাত বলিউড অভিনেত্রী পূজা বাত্রা ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় রানার-আপ হন এবং ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ১৯৯৩-তে জিতেছিলেন এবং মিস ইন্টারন্যাশনাল ১৯৯৩-এ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। এর পরে, তিনি বলিউডে পা রাখেন৷ অল্প সময়ের মধ্যেই তিনি বড় পর্দায় জনপ্রিয় হন। তিনি ২০১৯ সালে নবাব শাহের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন এবং তাঁদের বিয়ে নিয়েও অনেক আলোচনা হয়েছিল।
advertisement
5/7
নিবেদিতা ভট্টাচার্য: ছোট থেকে বড় পর্দায় তিনি সুপরিচিত৷ তিনি টিভি শো সাত ফেরে, সালোনি কা সফর এবং কোই লাউট কে আয়া হ্যায়-এর জন্য পরিচিত। এছাড়াও তিনি ওয়েব সিরিজ 'বোম্বে মেরি জান' এবং 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির জন্যও প্রচুর প্রশংসিত হয়েছেন।
advertisement
6/7
নিবেদিতা কে কে মেননকে বিয়ে করেন, যিনি অত্যন্ত ভাল অভিনেতা এবং বলিউডে ভিলেন হিসেবেও তিনি পরিচিত৷ তাঁরা দু’জনেই সুখে তাঁদের জীবনযাপন করছেন।
advertisement
7/7
শিবাঙ্গী কোলহাপুরে: ৮এর দশকে অনেক ছবিতে কাজ করেছিলেন। মিঠুন থেকে অমিতাভ বচ্চন... শিবাঙ্গী অনেক ছবিতে কাজ করেছেন৷ তবে কোনও হিরো নন, বলিউডের সবচেয়ে নামী ভিলেন শক্তি কাপুরকে তাঁর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাঁরা দু’জনেই সুখে সংসার করছেন৷ তাঁদের মেয়ে শ্রদ্ধা কাপুরও এখন বলিউড নায়িকা৷ ছেলে সিদ্ধার্থও অভিনয় করেন৷ শিবাঙ্গী যদিও বিয়ের পর কাজ ছেড়ে দেন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actress Who Married Villains: কপালে জোটেনি হিরো! বলিউড ভিলেনদের বিয়ে করেছেন যে ৪ নামী অভিনেত্রীরা, চিনুন তাঁদের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল