TRENDING:

Korean singer Choi Sung bong: ‘আমার ক্যানসার হয়েছে’, ভুয়ো বার্তা ছড়ানোর পরই রহস্যমৃত্যু! দেহ মিলল ৩৩ বছরের জনপ্রিয় গায়কের

Last Updated:
Korean singer Choi Sung bong: মাত্র তিন বছর বয়সে তাঁকে অনাথাশ্রমে ফেলে রেখে আসেন তাঁর অভিভাবকরা। সেখানে শারীরিক হেনস্থার শিকার হন চোই। সেখান থেকে পালিয়ে তিনি ডাইজিয়নে বসবাস শুরু করেন। তার পর পড়াশোনা শুরু, গান শেখা শুরু।
advertisement
1/7
‘আমার ক্যানসার হয়েছে’, ভুয়ো বার্তার পরই রহস্যমৃত্যু! দেহ মিলল জনপ্রিয় গায়কের
প্রয়াত কোরিয়ান গায়ক চোই সাং বং। জনপ্রিয় গায়কের রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণ কোরিয়ার বিনোদন জগৎ। মঙ্গলবার গায়কের বাড়িতে দক্ষিণ কোরিয়া পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। বছর কয়েক আগে এই গায়কই নিজের স্বাস্থ্য সম্পর্কে ভুয়ো খবর রটিয়েছিলেন। দাবি করেছিলেন, তিনি ক্যানসার আক্রান্ত।
advertisement
2/7
মঙ্গলবার সকাল ৯:৪১ মিনিটে কোরিয়ার রাজধানী সিউলের ইয়কসম-ডং জেলায় তাঁর বাড়িতে চোইয়ের দেহ উদ্ধার করে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান, গায়ক আত্মঘাতী হয়েছেন। বুধবার এমনিটাই জানিয়েছে কোরিয়ান পুলিশ।
advertisement
3/7
মৃত্যুর আগে নিজের ইউটিউব চ্যানেলে চোই একটি বার্তা দেন। যেখানে লেখা, ‘আমি যে বোকার মতো ভুলটি করেছি, তার জন্য যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি।’ তার সঙ্গে লেখা, তিনি যা যা অনুদান পেয়েছিলেন, সব ফেরর দিয়ে দিয়েছেন।
advertisement
4/7
তার থেকেই অনুমান করা যায়, তিনি বছরখানেক আগে যে বিতর্কে জড়িয়েছিলেন, সেই বিষয়েই কথা বলছেন। ২০২১ সালে চোই তাঁর ভক্তদের জানান, তিনি একাধিক ক্যানসারে ভুগছেন। আর চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার।
advertisement
5/7
এর পরে চোই বড় অঙ্কের অনুদান পান নেটিজেনদের কাছ থেকে। পরবর্তী কালে চোই নিজেই জানান, তিনি ক্যানসারে আক্রান্তের নন, এবং সকলের কাছ থেকে যা টাকা পেয়েছেন, সব ফেরত দিয়ে দেবেন। জানা যায়, তিনি তাঁর অ্যালবের জন্য এই টাকা আদায়ের চেষ্টা করেছিলেন।
advertisement
6/7
মাত্র তিন বছর বয়সে তাঁকে অনাথাশ্রমে ফেলে রেখে আসেন তাঁর অভিভাবকরা। সেখানে শারীরিক হেনস্থার শিকার হন চোই। সেখান থেকে পালিয়ে তিনি ডাইজিয়নে বসবাস শুরু করেন। তার পর পড়াশোনা শুরু, গান শেখা শুরু।
advertisement
7/7
‘কোরিয়া’জ গট ট্যালেন্ট’ থেকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন চোই। সেখানেই তিনি জানান, দশ বছর ধরে তিনি আঠা আর এনার্জি ড্রিঙ্ক বিক্রি করে পেট চালিয়েছেন। তাঁর সেই ভিডিও ভাইরাল হতেই বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী যেমন জাস্টিন বিবার, জাং-হোয়া-উমের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Korean singer Choi Sung bong: ‘আমার ক্যানসার হয়েছে’, ভুয়ো বার্তা ছড়ানোর পরই রহস্যমৃত্যু! দেহ মিলল ৩৩ বছরের জনপ্রিয় গায়কের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল