সৌন্দর্যের প্রতিযোগিতায় জয়ের মুকুট উঠেছিল এই তিন অভিনেত্রীর মাথায়, এরপর একসঙ্গেই পা রেখেছিলেন বলিউডে, প্রত্যেকের ব্যক্তিগত জীবনেই ঝড় তুলেছিল বিতর্ক !
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
এমনকী এ-ও শোনা যায় যে, লড়াইয়ের দিনগুলিতে এই তিন সুন্দরীর মধ্যে ২ জন একই অ্যাপার্টমেন্টে থাকতেন। আবার ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন তাঁদের ভাল বন্ধু। যে তিন জন বিশ্বসুন্দরীর কথা হচ্ছে, তাঁরা হলেন - দিয়া মির্জা, লারা দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়া।
advertisement
1/6

এই গল্পটা তিন বিশ্বসুন্দরীর। তাঁরা সকলেই ২০০০ সালের সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এরপর বলিউডেও কেরিয়ার গড়ে তুলেছিলেন। এমনকী এ-ও শোনা যায় যে, লড়াইয়ের দিনগুলিতে এই তিন সুন্দরীর মধ্যে ২ জন একই অ্যাপার্টমেন্টে থাকতেন। আবার ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন তাঁদের ভাল বন্ধু। যে তিন জন বিশ্বসুন্দরীর কথা হচ্ছে, তাঁরা হলেন - দিয়া মির্জা, লারা দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়া।
advertisement
2/6
২০০০ সালের ১২ মে সাইপ্রাসের নিকোসিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় মিস ইউনিভার্স-এর শিরোপা উঠেছিল লারা দত্তর মাথায়। আবার ওই একই বছরে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দিয়া। তিনি রানার আপ হয়েছিলেন। পরে তাঁর মাথায় উঠেছিল মিস এশিয়া প্যাসিফিক জয়ের মুকুট। ওই ২০০০ সালেই প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন। বলিউড কেরিয়ারের কথা বলতে গেলে ২০০১ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মেঁ’ ছবির হাত ধরে বি-টাউনে পদার্পণ করেছিলেন দিয়া। আর ২০০৩ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘আন্দাজ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউড ডেবিউ হয়েছিল প্রিয়াঙ্কা এবং লারার।
advertisement
3/6
যদিও দিয়া মির্জার প্রথম তিনটি ছবি ফ্লপ করেছিল। তবে প্রিয়াঙ্কা আর লারা অবশ্য নিজেদের প্রথম ছবি থেকেই সাফল্যের মুখ দেখেছিলেন। একটি সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের প্রথমে দিককার লড়াইয়ের দিনগুলির কথা তুলে ধরেছিলেন দিয়া মির্জা। তিনি বলেছিলেন যে, “প্রিয়াঙ্কা আর লারার সঙ্গে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলাম। পরিবারকে অবশ্য পাশে পেয়েছিল প্রিয়াঙ্কা। তবে লারা আর আমার টাকা অল্প ছিল। সেই সময় লারা আমায় ওর ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। টাকার অভাবে বহু সময় নুডলস খেয়েই ঘুমিয়ে পড়তাম আমরা।”
advertisement
4/6
এই তিন অভিনেত্রীর জীবনে বিতর্কের ঝড়ও উঠেছে। ২ বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দিয়া মির্জা। ২০১৪ সালে প্রথমবার প্রযোজক সাহিল সঙ্ঘের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। সাহিল ছিলেন শিখ পরিবারের ছেলে। ২০১৯ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দু’জনের সংসার ভেঙেছিল। একটি ছবির জন্যই ২০০৯ সালে তাঁদের প্রথম আলাপ হয়েছিল। যদিও সেই ছবিটি কখনওই তৈরি হয়নি। এরপর দিয়া মির্জা ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বৈভব রেখির সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এমনকী, বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অভিনেত্রী। আবার লারা দত্তের কথা বলতে গেলে একটি প্রেমের সম্পর্কের জন্য শেষ হয়ে গিয়েছিল তাঁর কেরিয়ার।
advertisement
5/6
টেনিস তারকা মহেশ ভূপতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লারা। তবে মহেশের এটা প্রথম বিয়ে নয়। শ্বেতা জয়শঙ্করের সঙ্গে ৭ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনে লারা দত্তকে বিয়ে করেন মহেশ। তবে তাঁর আগে অবশ্য ৯ বছরের জন্য লারা ডেট করেছেন কেলি দরজির সঙ্গে। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন সারাও। বিয়ের মাত্র ৫ মাসের মধ্যেই সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। তবে বলিউডে ভাল কেরিয়ার গড়তে পেরেছিলেন তৃতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট-ব্লকবাস্টার ছবি। এর মধ্যে অন্যতম হল - ‘মুঝসে শাদি করোগি’, ‘কৃশ’, ‘ডন’, ‘দোস্তানা’, ‘ডন ২’, ‘অগ্নিপথ’, ‘বরফি’, ‘কৃশ ৩’, ‘বাজিরাও মস্তানি’ ইত্যাদি।
advertisement
6/6
তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সব সময় সংবাদের শিরোনামে থাকত। ২০১৮ সালের ২ ডিসেম্বর উদয়পুরে নিক জোনাসের সঙ্গে সাতপাক ঘুরেছিলেন তিনি। নিজের কেরিয়ারে সাফল্যের শিখরে থাকাকালীন বলিউডকে বিদায় জানিয়ে পাড়ি দিয়েছিলেন মার্কিন মুলুকে। সেখানেই সংসার পেতেছেন। তবে বলিউডের অন্দরে জোর ফিসফাস, সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল প্রিয়াঙ্কার। যা মেনে নিতে পারেননি শাহরুখ-পত্নী গৌরী। এ নিয়ে প্রিয়াঙ্কা আর গৌরীর উত্তেজনা চরমে পৌঁছেছিল। আর এই বিবাদের জেরে প্রিয়াঙ্কার হাত থেকে অনেক কাজের সুযোগ বেরিয়ে গিয়েছিল।