৩ স্বামী, ৬ সন্তান, হাজার কোটির সম্পত্তি...! নিজেই নিজের খুনের জন্য ভাড়া করেছিলেন এই বিশ্বখ্যাত নায়িকা?
- Published by:Tias Banerjee
Last Updated:
কিংবদন্তি অভিনেত্রী, তিনবার বিবাহ, ছয় সন্তান, এবং হাজার কোটির সম্পত্তির মালিক। জীবনের হতাশা কাটিয়ে তিনি আজ একজন মায়ের, যোদ্ধার, এবং মানবতার প্রতীক!
advertisement
1/11

সে এক সময়—বিশ্ব যখন তাঁর সৌন্দর্য আর প্রতিভায় মুগ্ধ, তিনি তখন নিজের অস্তিত্বটাই মুছে ফেলতে চেয়েছিলেন। পর্দার ঝলকানির পেছনে লুকিয়ে ছিল এক বেপরোয়া বিষণ্ণতা, গভীর এক অন্ধকার। একাধিক সম্পর্ক, মাতৃত্বের ছায়া, কোটির সম্পত্তি আর বিশ্বজোড়া খ্যাতি—সব কিছুর মধ্যেও নিজেকে হারিয়ে ফেলেছিলেন তিনি।
advertisement
2/11
এমনকি নিজের মৃত্যু পর্যন্ত কিনে ফেলতে চেয়েছিলেন। জীবন তাঁকে ফিরিয়ে দিয়েছে অন্য রূপে—একজন মায়ের, একজন যোদ্ধার, একজন মানুষের রূপে, যিনি নিজের ভাঙাচোরা অতীতকে শক্তিতে বদলে নিয়েছেন। এই গল্প, সেই অপরাজিতার, যার জীবন রূপকথার মতোই জটিল, এবং ততটাই বিস্ময়কর।
advertisement
3/11
অভিনয় শুরু করেন মাত্র ১৪ বছর বয়সে। বাবা জন ভয়েটের সঙ্গে ১৯৮২ সালে ‘Looking to Get Out’ সিনেমায় প্রথম বড়পর্দায় পা রাখেন। কিন্তু কেরিয়ারে সবচেয়ে বড় ব্রেক আসে ১৯৯৯ সালে ‘Girl, Interrupted’ সিনেমা দিয়ে, যা তাঁকে এনে দেয় অস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী)।
advertisement
4/11
এরপর ‘Lara Croft: Tomb Raider’, ‘Mr. & Mrs. Smith’, ও ‘Maleficent’-এর মতো সুপারহিট ছবির সুবাদে তিনি হলেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। শুধু ‘Maleficent’ সিনেমা থেকেই তিনি আয় করেন ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ₹২৮২ কোটি)।
advertisement
5/11
হলিউডের এক কিংবদন্তি অভিনেত্রী, যিনি একসময় নিজের মৃত্যু চেয়েছিলেন। তিন বার বিবাহ, ছয় সন্তান, হাজার কোটির সম্পত্তি—এই রকম জীবনচরিত নিয়ে দাঁড়িয়ে আছেন এক এমন নারী, যাঁকে একসময় এতটাই হতাশা ঘিরে ধরেছিল যে, নিজেই নিজের খুনের বন্দোবস্ত করেছিলেন। হ্যাঁ, তিনি আর কেউ নন—অ্যাঞ্জেলিনা জোলি।
advertisement
6/11
তাঁর উপার্জন শুধু সিনেমা থেকে নয়, বিভিন্ন ব্র্যান্ড চুক্তি এবং ব্যবসার দুনিয়াতেও তাঁর পা পড়েছে। Saint John ব্র্যান্ডের সঙ্গে ১২ মিলিয়ন ডলারের (₹১০২ কোটি) চুক্তি করেন। পরবর্তীতে গঠন করেন নিজের ফ্যাশন লাইন "Atelier Jolie", যার উদ্দেশ্য গৃহহীনদের সাহায্য করা।
advertisement
7/11
প্রেম, বিয়ে, বিচ্ছেদ—জীবনের ট্র্যাজিক শাখা ১৯৯৬ সালে প্রথম বিয়ে করেন অভিনেতা জনি লি মিলার-কে। সেদিন বিয়ের পোশাকে নিজের রক্ত দিয়ে স্বামীর নাম লিখেছিলেন তিনি! বিচ্ছেদ হয় ১৯৯৯-এ। এরপর ২০০০ সালে বিয়ে করেন বিলি বব থর্নটন-কে, বিচ্ছেদ ২০০৩-এ।
advertisement
8/11
সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল ব্র্যাড পিট-এর সঙ্গে। ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। দম্পতি হিসেবে দত্তক নেন তিন সন্তান: ম্যাডক্স, প্যাক্স, জাহারা। এরপর জন্ম দেন শিলোহ, নক্স, ভিভিয়েন-কে। কিন্তু ২০১৬ সালে তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
advertisement
9/11
মায়ের পরিচয়ে নিজেকে খুঁজে পাওয়া ছয় সন্তানের মা অ্যাঞ্জেলিনা তাঁদের সকলের প্রতিভা ও পছন্দকে উৎসাহ দেন। জাতিসংঘের বিশেষ দূত হিসেবে যুদ্ধবিধ্বস্ত দেশ ও শরণার্থী শিবিরে কাজ করেছেন। নারী অধিকারের প্রশ্নে এবং বাস্তুচ্যুত পরিবারের পক্ষে সোচ্চার থেকেছেন।
advertisement
10/11
যখন নিজেই খুনি ডেকেছিলেন... ২০ বছর বয়সে গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন জোলি। একসময় তিনি একজন খুনিকে ভাড়া করেন নিজেকে মারার জন্য। আত্মহত্যা করলে পরিবার কষ্ট পাবে—এই ভাবনা থেকে ঠিক করেন খুন দেখালে পরিবার সহজে মেনে নেবে। কিন্তু সেই খুনি তাঁকে বলেছিলেন—“একবার নিজের জীবনটা ভাব”।
advertisement
11/11
সেই কথাতেই জীবন বদলে যায়। আজও অ্যাঞ্জেলিনা জোলি এক ‘আনটাচেবল’ খ্যাতির নাম, অথচ তাঁর ব্যক্তিগত জীবন চরম বিতর্ক আর বেদনার ক্যানভাস। তবে নিজের জীবন, সন্তান, আর আদর্শ নিয়ে তিনি যে এক অসাধারণ যোদ্ধা—তা অস্বীকার করার উপায় নেই।