Guess the Celebrity: অভাগা অভিনেত্রী...! ১২ জন পুরুষসঙ্গীকে কাছে টানলেও থাকেনি একজনও, বিয়ে-ডিভোর্সের পর নরকযন্ত্রণা! আজ বড্ড একা 'এই' নায়িকা, বলুন তো কে?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী, যিনি এক সময় দাঁপিয়েছেন বলিউডে৷ ব্যক্তিগত জীবনেও একাধিক পুরুষসঙ্গী ছিল তাঁর৷ তবে বিয়ে করেও মেলেনি সুখ৷
advertisement
1/11

নতুন সম্পর্ক হোক বা ব্রেকআপের খবর, টিনসেল টাউনের অন্দরে কান পাতলেই হামেশা শোনা যায় এই খবর৷ বিশেষত এমন কিছু তারকা রয়েছে যাদের বাস্তব জীবনের কাহিনি চমকে যাওয়ার মতো৷
advertisement
2/11
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী, যিনি এক সময় দাঁপিয়েছেন বলিউডে৷ ব্যক্তিগত জীবনেও একাধিক পুরুষসঙ্গী ছিল তাঁর৷ তবে বিয়ে করেও মেলেনি সুখ৷ বড় ব্যবসায়ীর সঙ্গে বিয়ে ২ বছরের মধ্যেই ভেঙে যায়। ফের নয়া অবতারে বলিউডে কামব্যাক করেছেন তিনি৷
advertisement
3/11
একটা সময়ে আচমকাই বলিউড থেকে উধাও হয়ে গিয়েছিলেন তিনি৷ বহু বছর পর বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালির 'হিরামান্ডি' ছবিতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালাকে৷
advertisement
4/11
১৯৯১ সালে অভিনয় জীবন শুরু করেছিলেন মনীষা কৈরালা৷ দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে চলচ্চিত্রের মতো ব্যক্তিগত কারণেও শিরোনামে রয়েছেন তিনি। ২০১০ সালে নেপালের ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন মনীষা। কিন্তু দুর্ভাগ্যবশত দুই বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়। ২০১২ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মনীষা আজও একার জীবন কাটাচ্ছেন।
advertisement
5/11
ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিয়ের আগে মনীষার কেবল দু'জন নয়, বরং ১২ জনের সঙ্গে প্রেম করেছিলেন। একজন ভাল জীবনসঙ্গী খোঁজার জন্য, তিনি অনেক ব্যবসায়ীকেও ডেট করেছিলেন ৷ শুধু ভারতেই নয় বরং বিদেশেও যোগাযোগ ছিল নায়িকার। এছাড়াও অনেক অভিনেতা-ক্রিকেটার এবং একজন রাষ্ট্রদূতের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল।
advertisement
6/11
সংবাদমাধ্যম সূত্রের খবর, মনীষা যখন চলচ্চিত্রে আসেন, তখন তাঁর নাম সবচেয়ে বেশি জড়িয়েছিল অভিনেতা বিবেক মুশরানের সঙ্গে। দু'জনের প্রথম দেখা হয় 'সওদাগর' ছবির সেটে। এই ছবিটি ১৯৯১ সালে মুক্তি পায়। এটিই ছিল মনীষার প্রথম ছবি। এই ছবির শুটিংয়ের সময় বিবেক ও মনীষার ঘনিষ্ঠতা হয় বলে শোনা যায়। কিন্তু এই সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙে যায়।
advertisement
7/11
বিবেক মুশরানের সঙ্গে ডেটিং করার পর, হিন্দি সিনেমার প্রবীণ অভিনেতা নানা পাটেকরের সঙ্গে মনীষার নাম জড়িয়ে যায়। খবর অনুযায়ী, নানা পাটেকর এই সম্পর্ককে খোলাখুলি মেনে নিয়েছিলেন কিন্তু খুব তাড়াতাড়ি তাদের সম্পর্ক ভেঙে যায়। উল্লেখ্য, নানা-মণীষার প্রথম দেখা হয়েছিল ১৯৯৬ সালের 'অগ্নিসাক্ষী' ছবির সেটে। কথিত আছে, সেই সময়ে বিবেক মুশরানের সঙ্গে ব্রেকআপের যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন মনীষা।
advertisement
8/11
নানার সঙ্গে ব্রেকআপের পর মনীষা আবারও খবরে আসেন যখন তার নাম ডিজে হুসেনের সঙ্গে যুক্ত হয়। বলা হয় যে ডিজে মনীষার সঙ্গে সিরিয়াস হতে চেয়েছিলেন কিন্তু মনীষা এই সম্পর্কের ব্যাপারে খুব একটা সিরিয়াস ছিলেন না।
advertisement
9/11
মনীষার নাম সেসিল অ্যান্টনির সঙ্গে লাইমলাইটে এসেছিল যখন তার অনেক ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু এই সম্পর্কও বেশিদিন টেকেনি। এই সম্পর্কের ভাঙার পর অভিনেতা আরিয়ান বৈদ্যর সঙ্গে মনীষার নাম জড়ায়। কিন্তু সেটাও ভেঙে যায়।
advertisement
10/11
আরিয়ান বৈদ্যর পর প্রশান্ত চৌধুরীর সঙ্গে ডেটিং করেন মনীষা। দু'জনেই সিরিয়াস রিলেশনশিপে ছিলেন কিন্তু কিছু কারণে এই সম্পর্ক এগোতে পারেনি এবং তাদের দু'জনকে আলাদা হতে হয়েছিল।
advertisement
11/11
এমনটাও বলা হয়, মনীষা নেপালে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ক্রিস্পিন কনরয়ের সঙ্গেও রিলেশনশিপে ছিলেন। কিন্তু সেই প্রেমও ব্যর্থ হয়। ব্যবসায়ী আজিম প্রেমজির ছেলে তারিক প্রেমজি, মডেল রাজীব মুলচাঁদানি, মিউজিক কম্পোজার সন্দীপ চৌতা, ক্রিস্টোফার ডরিসের সঙ্গেও মনীষার নাম জড়িয়েছিল। তবুও কোনও প্রেমই টেকেনি নায়িকার৷ ডিভোর্সের পর আজ বড্ড একা বলিউড সুন্দরী৷