রাম-লক্ষ্মণের মতোই একসঙ্গে বেড়ে উঠেছিলেন, অথচ এক সুন্দরী নায়িকার জন্য প্রায় ১৮ বছর মুখ দেখাদেখি বন্ধ এই দুই দক্ষিণী সুপারস্টার ভাইয়ের
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আসলে বলা ভাল যে, শৈশবে একই বাড়িতে একসঙ্গে বেড়ে উঠেছেন এই সুপারস্টার। কিন্তু শোনা যায়, এক অভিনেত্রীর কারণে এই দুই ভাইয়ের মধ্যে তৈরি হয়েছিল মনোমালিন্য।
advertisement
1/5

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় সুপারস্টারের কথা উঠলে প্রথমেই যাঁদের নাম নিতে হয়, তাঁরা হলেন রামচরণ এবং অল্লু অর্জুন। অনেকেই হয়তো জানেন না যে, টলিউড বা তেলুগু ইন্ডাস্ট্রির প্রথম সারির এই দুই শক্তিশালী অভিনেতা কিন্তু একে অপরের আত্মীয়ও বটে! আসলে বলা ভাল যে, শৈশবে একই বাড়িতে একসঙ্গে বেড়ে উঠেছেন এই সুপারস্টার। কিন্তু শোনা যায়, এক অভিনেত্রীর কারণে এই দুই ভাইয়ের মধ্যে তৈরি হয়েছিল মনোমালিন্য। এমনকী পরিস্থিতি এমনই যে, সেই কারণে প্রায় ১৮ বছর মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল তাঁদের। আজকের প্রতিবেদনে সেই জল্পনার সত্যতাই জেনে নেওয়া যাক।
advertisement
2/5
শোনা যায়, ‘পুষ্পা’ অভিনেতা অল্লু অর্জুন কেরিয়ারের শুরুর দিনগুলিতে পাগলের মতো ভালবাসতেন এক নায়িকাকে। সেই নায়িকা আর কেউ নন, বরং নেহা শর্মা। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘চিয়ারলিডার’ ছবির হাত ধরে নেহা ভক্তদের হৃদয় জয় করে নিয়েছিলেন। সেই সময় বিভিন্ন প্রতিবেদনে এ-ও দাবি করা হয়েছিল যে, একে অপরের কাছাকাছি চলে এসেছিলেন অল্লু এবং নেহা। এমনকী এ-ও জল্পনা ছড়িয়েছিল যে, অল্লুকে বিয়ে করতে চেয়েছিলেন নেহা। এরপর নেহা শর্মা ‘চিরুথা’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। বিপরীতে ছিলেন রামচরণ। আর সেই সময় জল্পনা তৈরি হয় যে, শ্যুটিংয়ের দরুন কাছাকাছি এসেছেন নেহা আর রামচরণ।
advertisement
3/5
ইন্ডাস্ট্রিতে হু-হু করে ছড়িয়ে পড়ে তাঁদের সম্পর্কের গুঞ্জন। এমনকী এ-ও শোনা যেতে থাকে, তাঁদের সম্পর্ক প্রেমের দিকে গড়িয়েছে। আর তাঁরা গোপনে বিয়ে করে মধুচন্দ্রিমাও সেরে ফেলেছেন। আর এই ধরনের জল্পনায় স্বাভাবিক ভাবেই আঘাত পেয়েছিলেন অল্লু অর্জুন। কারণ যে মেয়ে তাঁকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই মেয়েই তাঁর ভাইয়ের প্রেমে পড়েছেন, এটা মেনে নেওয়া অল্লুর পক্ষে সম্ভব ছিল না। ফলে শোনা যায়, দুই ভাইয়ের সম্পর্কে চিড় ধরে। এমনকী এ-ও জল্পনা যে, ‘চিরুথা’ ছবির মুক্তির ১৮ বছর পর্যন্ত একে অপরের সঙ্গে প্রায় মুখ দেখাদেখি বন্ধ ছিল অল্লু এবং রামচরণের।
advertisement
4/5
পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। ফলে সর্বসমক্ষে নিজের প্রতিক্রিয়া দিতেও পিছপা হননি রামচরণ। একটি টিভি শোয়ে সবটা পরিষ্কার করে দিয়েছিলেন। দ্য ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে দাবি, নেহা শর্মার সঙ্গে নিজের বিয়ের গুজব নস্যাৎ করে দেন রামচরণ। স্পষ্ট ভাবে জানান যে, এই গুজবের জেরে স্ত্রী উপাসনার সঙ্গে তাঁর সম্পর্ক নষ্ট হচ্ছে। আসলে যে সময় এই গুজব ছড়িয়েছিল, সেই সময় উপাসনার সঙ্গে ভাল বন্ধুত্ব তৈরি হয়েছিল তাঁর। যদিও উপাসনা নিজেও জানতেন যে, এই জল্পনা একেবারেই মিথ্যা। এই সমস্ত কিছুর মাঝেই ২০১২ সালে উপাসনার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছিলেন রামচরণ।
advertisement
5/5
যদিও অল্লু এবং রামচরণের সম্পর্কে তিক্ততার কারণ যে নেহা শর্মা, এখনও এর কোনও প্রমাণ নেই। তবে দুই ভাইয়ের দূরত্বের আসল কারণ এখনও জানা যায়নি। আর এই বিষয়টাই সব সময় ইন্ডাস্ট্রিতে চর্চার কেন্দ্রবিন্দুতেই থাকে। অন্যদিকে অভিনেত্রী নেহা শর্মা ভাগলপুরের কংগ্রেস বিধায়ক অজয় শর্মার কন্যা। বোন আয়েশা শর্মার সঙ্গে তিনি মুম্বইয়ে থাকেন। দুজনেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। আপাতত ওয়েব সিরিজ এবং ডিজিটাল প্রজেক্ট নিয়েই কাজে ব্যস্ত নেহা।