Actor Background Dancer: ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে সুপারস্টার! ‘লে গয়ি’ গানে করিশ্মার পিছনে কালো পোশাকে নাচছেন ২ হিরো, চিনতে পারছেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Actor Background Dancer: বেশ কয়েকজন সুপারস্টার কোরিওগ্রাফারদের টিমের ডান্সার হিসেবে কাজ করেছেন। নাচ শিখেছেন, নায়ক-নায়িকাদের পেছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজও করেছেন।
advertisement
1/8

বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করা মোটেই মুখের কথা নয়। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে তবেই অভিনেতা অভিনেত্রী হিসেবে জোটে সাফল‍্য। বলিউডের একাধিক অভিনেতা নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে।
advertisement
2/8
বেশ কয়েকজন সুপারস্টার কোরিওগ্রাফারদের টিমের ডান্সার হিসেবে কাজ করেছেন। নাচ শিখেছেন, নায়ক-নায়িকাদের পেছনে ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজও করেছেন।
advertisement
3/8
‘দিল তো পাগল হ‍্যায়’ ছবিতে অসাধারণ নেচে সাড়া ফেলে দিয়েছিলেন করিশ্মা কাপুর। তবে কেবল করিশ্মা নয়, বিখ‍্যাত এই লে গয়ি গানে করিশ্মার পেছনে ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন দুই বলিউড অভিনেতা।
advertisement
4/8
দুই তারকাই তখন ছিলেন ব‍্যাকগ্রাউন্ড ডান্সার। যদিও পরে দু'জনেই নিজেদের অভিনয় এবং নাচের গুণে হিন্দি ছবির জগতে সাড়া ফেলে দেন। এদের মধ‍্যে একজনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। চিনতে পারছেন কি?
advertisement
5/8
করিশ্মার পেছনে এই গানে ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গিয়েছে অভিনেতা শাহিদ কাপুর এবং যুগল হংসরাজকে। গানের খুব ছোট্ট অংশে ভাল করে লক্ষ‍্য করলে তবেই চেনা যাবে দুই অভিনেতাকে।
advertisement
6/8
বলিউডের যে কয়েকজন অভিনেতা রয়েছে যারা কেবল অভিনয় নয়, অসাধারণ নাচের জন‍্যও বিখ‍্যাত তাদের মধ‍্যে অন‍্যতম হলেন শাহিদ কাপুর।
advertisement
7/8
যব উই মেট, উড়তা পাঞ্জাব, কবীর সিং-এর মতো একাধিক হিট ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক থেকে সমালোচকদেরও।
advertisement
8/8
চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন যুগল। পরে তিনি ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছেন। যুগল হংসরাজও একাধিক ছবিতে অভিনয় করেছে একসময় বলিউডে পাকা করে নিয়েছিলেন নিজের জায়গা।