১৬তম বিবাহবার্ষিকী আজ, দেখে নিন প্রসেনজিৎ-অর্পিতার বিয়ের অ্যালবাম
Last Updated:
advertisement
1/7

•• আজ থেকে ষোলো বছর আগে ৷ ঠিক আজকের দিনটিতেই চার হাত এক হয়েছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী অর্পিতা পালের ৷
advertisement
2/7
•• বেশ ধুমধাম করেই বাঙালি মতে হয়েছিল এই দুই তারকার বিয়ে ৷
advertisement
3/7
•• হাজির ছিলেন ইন্ডাস্ট্রির সমস্ত নামী মানুষজন ৷
advertisement
4/7
•• তাঁদের এই সুখী দাম্পত্যের রহস্য কী?
advertisement
5/7
•• বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অর্পিতা বলেছিলেন,‘‘ আমরা দু’জনেই একে অপরকে স্পেস দেওয়ায় বিশ্বাস করি। টু মাচ ওভারল্যাপিং, টু মাচ ইন্টারফেয়ারিংয়ে কোনও সম্পর্ক ভাল থাকে না। এটা অন্যের পক্ষে বোঝা হয়তো সম্ভব নয়। আমার অনেক বন্ধু, আত্মীয় এটা নিয়ে প্রশ্ন করে।’’
advertisement
6/7
••‘‘ আমি বলতে বলতে ক্লান্ত, একসঙ্গে থাকাটা দাম্পত্য জীবনের সব নয়। সারা জীবন পাশাপাশি থেকেও স্বামী-স্ত্রীর খারাপ সম্পর্ক আমি দেখেছি। দূরত্বটাও জরুরি। তাতে পারস্পরিক প্রয়োজনটা বোঝা যায়। আমার আর বুম্বাদার জীবনে যাই থাকুক না কেন, আমি যদি কোনও সমস্যায় পড়ি ও-ই সবচেয়ে আগে এগিয়ে আসবে। আমার দিক থেকেও তাই।’’
advertisement
7/7
•• এদিন নিজের ইনস্টাগ্রাম পেজে বিয়ের একটি ছবি দিয়ে ষোলোটি বছর একসঙ্গে কাটানোর এক মিষ্টি ঝলক দিলেন অভিনেত্রী ৷