এক অদম্য জেদ, অফুরন্ত বাঁচার ইচ্ছা! ঐন্দ্রিলার ২০ দিনের অসম লড়াই কাঁদিয়ে দিল চিকিৎসকদেরও
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:AVIJIT CHANDA
Last Updated:
যুদ্ধ শেষ গত ১ তারিখ থেকে যে লড়াইটা লড়ে গেল ঐন্দ্রিলা, তা সহজ ছিল না মোটেই৷
advertisement
1/10

ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখ চাহি, পারিবে না চিনিতে আমায়... হে বন্ধু বিদায়৷ জীবন-মরণে সীমানা ছাড়িয়ে বিদায় নিল ২৪ বছরের এক সম্ভাবনাময়ী মেয়ে৷ (প্রতিবেদন-অভিজিৎ চন্দ)
advertisement
2/10
দু-দুবার ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে যুঝে সাহসের উদাহরণ হয়ে দাঁড়িয়েছিলেন সবেমাত্র জীবন শুরু করা তরুণী। কিন্তু শেষরক্ষা হল না। তাঁর আগের লড়াইয়ের কথা অনেকেই জানেন৷ কিন্তু গত ১৫দিন ঠিক কীসের সঙ্গে যুদ্ধ করেছে মেয়েটা, তা বোধ হয় অনেকেরই অজানা৷
advertisement
3/10
১ নভেম্বর হাসপাতালে ভর্তি হব ঐন্দ্রিলা৷ চিকিৎসকেরা জানান মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে৷ ডান দিক অসাড় হয়ে যেতে থাকে ক্রমশ৷
advertisement
4/10
বায়োপ্সি করে দেখা যায় গোটা শরীরে ছড়িয়ে পড়েছে Ewing's sarcoma
advertisement
5/10
এক তারিখে অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়৷ রক্তচাপ ছিল অত্যন্ত কম৷ ৪ তারিখ বাম চোখের পাতা ও বাম কাঁধ হালকা নড়েছিল৷
advertisement
6/10
পাঁচ তারিখ খানিক উন্নতি হয়৷ কমানো হয় ভেন্টিলেশনের মাত্রা৷
advertisement
7/10
৬ তারিখ সি প্যাপ সাপোর্ট দেওয়া হয় অভিনেত্রীকে৷ জ্বর ছিল না৷ ৭ তারিখ সংক্রমণ কমে৷
advertisement
8/10
৮ তারিখ একটা ইনফেকশন পাওয়া যায়৷ সি প্যাপেই ছিলেন ঐন্দ্রিলা৷ ১৪ তারিখ আবার জ্বর আসে৷ ১৫ তারিখ অবস্থার অবনতি হয়৷
advertisement
9/10
১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী৷ এরপর অন্য হাসপাতালের চিকিৎসকেরা আসেন৷
advertisement
10/10
শনিবার ফের মৃদু হার্ট অ্যাটাক হয়৷ ফুল ভেন্টিলেস এবং আয়নোট্রপ সাপোর্টে ছিলেন অভিনেত্রী৷ শনিবার গভীররাতে বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়৷ রবিবারের অ্যাটাক আর সামলানো গেল না৷