TRENDING:

Lok Sabha Election 2024: দেব, রচনা থেকে লকেট, দিলীপ! তারাদের কী দশা লোকসভার ফলাফলে? লড়াইতে পিছিয়ে কারা? জেনে নিন

Last Updated:
Lok Sabha Election 2024: মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা। লোকসভা ভোটের প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক তারকা প্রার্থী। তবে এখনও পর্যন্ত গণনার ফল অনুযায়ী, অনেক জায়গাতেই পিছিয়ে রয়েছেন তারকা প্রার্থীরা। আবার জয়ের সম্ভাবনা দেখছেন বহু তারকা প্রার্থী।
advertisement
1/6
দেব, রচনা থেকে লকেট, দিলীপ! তারাদের কী দশা লোকসভার ফলাফলে? লড়াইতে পিছিয়ে কারা?
মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা। লোকসভা ভোটের প্রার্থী তালিকায় রয়েছেন একাধিক তারকা প্রার্থী। তবে এখনও পর্যন্ত গণনার ফল অনুযায়ী, অনেক জায়গাতেই পিছিয়ে রয়েছেন তারকা প্রার্থীরা। আবার জয়ের সম্ভাবনা দেখছেন বহু তারকা প্রার্থী।
advertisement
2/6
হুগলিতে লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ‍্যায় এবং লকেট চট্টোপাধ্যায়ের লড়াই। তবে এখনও পর্যন্ত ভোটের ফলাফল অনুযায়ী এগিয়ে ‘দিদি নং 1’ রচনা। পিছিয়ে রয়েছেন লকেট চট্টোপাধ‍্যায়।
advertisement
3/6
ঘাটালে এবার দুই তারকা প্রার্থীর লড়াই। মুখোমুখি দেব-হিরণ। সকাল থেকেই ভোটের ফলাফলে দুই হিরোর হাড্ডাহাড্ডি লড়াই। তবে সাম্প্রতিক ফল অনুযায়ী এগিয়ে দেব। পিছিয়ে রয়েছেন হিরণ।
advertisement
4/6
বিজেপির অ‍ন‍্যতম তারকা প্রার্থী দিলীপ ঘোষ। ২০১৯ সালে মেদিনীপুর থেকে সাংসদ হয়েছিলেন তিনি। লোকসভা ভোটে তিনি বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী হয়েছেন। তবে এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, পিছিয়ে আছে দিলীপ ঘোষ। অন‍্যদিকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
advertisement
5/6
আসানসোলের এবার তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর বিপক্ষে বিজেপি বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ এস এস আহলুওয়ালিয়া। সিপিএমের টিকিটে লড়ছেন জাহানারা খান। তবে ফলাফল অনুযায়ী এগিয়ে শত্রুঘ্ন সিনহা।
advertisement
6/6
তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবার বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। তবে এখনও পর্যন্ত ফলাফল অনুযায়ী এগিয়ে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী শতাব্দী রায়।
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Lok Sabha Election 2024: দেব, রচনা থেকে লকেট, দিলীপ! তারাদের কী দশা লোকসভার ফলাফলে? লড়াইতে পিছিয়ে কারা? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল