TRENDING:

Modi at Kanyakumari: পাল্টে গেল বেশভূষা, ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদি! ১ জুন সন্ধ্যা পর্যন্ত কী ঘটতে চলেছে?

Last Updated:
Modi at Kanyakumari: এই প্রথম নয়। এর আগে দু’বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদি।
advertisement
1/7
পাল্টে গেল বেশভূষা, ধ্যানে বসেছেন মোদি! ১ জুন সন্ধ্যা পর্যন্ত কী ঘটতে চলেছে?
কন্যাকুমারীর বিবেকানন্দ রকে একটানা ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ জুন সন্ধ্যায়, সপ্তম তথা শেষ দফার ভোটপর্ব মেটার পরই তিনি ধ্যান কক্ষ থেকে বের হবেন।
advertisement
2/7
এই প্রথম নয়। এর আগে দু’বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে প্রধানমন্ত্রী গিয়েছিলেন কেদারনাথ। সেখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন মোদি। কিন্তু এবার কেন মোদি নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর কন্যাকুমারীর বিবেকানন্দ রকই ধ্যান করার জন্য বেছে নিয়েছেন?
advertisement
3/7
১৮৯২ সালে কন্যাকুমারীর (কন্যাকুমারী) উপকূল থেকে একটি দ্বীপে সাঁতরে গিয়ে সেখানে তিন দিন ধ্যান করেছিলেন এবং জ্ঞান অর্জন করেছিলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই একই শিলা বেছে নিয়েছেন, যাকে এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল বলা হয়, বিজেপির লোকসভা নির্বাচনী প্রচারের সমাপ্তি উপলক্ষে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত সেখানেই ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী।
advertisement
4/7
বৃহস্পতিবার সন্ধে ৬টা ৪৫ মিনিট নাগাদ ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন তিনি। এই সময়ের মধ্যে তিনি একবারও ধ্যান মণ্ডপ থেকে বের হবেন না। সেখান থেকে আসা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি সম্পূর্ণ গেরুয়া বসনে। হাতে রুদ্রাক্ষের মালা, কপালে তিলক। বিবেকানন্দের মূর্তির সামনে বসে 'ওম ওম' শব্দ উচ্চারণে চলছে তাঁর সাধনা।
advertisement
5/7
২০১৯ সালের নির্বাচনী প্রচার শেষের সময়, প্রধানমন্ত্রী মোদি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে দুই দিনের জন্য পরিদর্শন করেছিলেন যেখানে তিনি ১৫ ঘণ্টা ‘একান্তবাস’ (একান্ত ধ্যান) করেন।
advertisement
6/7
তার আগে ২০১৪ সালে, প্রধানমন্ত্রী মোদি মহারাষ্ট্রের প্রতাপগড় পরিদর্শন করেন এবং ছত্রপতি শিবাজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৬৫৯ সালের নভেম্বরে বিজাপুরের আদিল শাহী সুলতানদের সেনাপতি আফজাল খানকে হত্যা করার পরে ঐতিহাসিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধে জয়ী হন শিবাজী। তাঁর বিজয় মারাঠা সাম্রাজ্যের প্রধান হিসাবে তাঁর রাজ্যাভিষেকের পথ পরিষ্কার করে।
advertisement
7/7
১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ ওই দিন। ওই দফাতেই ভোট রয়েছে মোদির কেন্দ্র বারণসীতেও। ৪ জুন ভোটগণনা। শেষ দফার ভোটের জন্য প্রচার শেষ হয়েছে ৩০ মে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত— দু’দিন বিবেকানন্দ রক মেমোরিয়ালেই ধ্যানে বসবেন মোদি।
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Modi at Kanyakumari: পাল্টে গেল বেশভূষা, ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদি! ১ জুন সন্ধ্যা পর্যন্ত কী ঘটতে চলেছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল