Lok Sabha Election 2024: মতুয়া মন জয় করতে ডঙ্কা, কাসর নিয়ে হরিনাম সংকীর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Lok Sabha Election 2024: মতুয়া মন জয় করতে ডঙ্কা কাসর নিয়ে হরিনাম সংকীর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের
advertisement
1/6

নাগরিকত্বের নামে অসমের মতো বাংলার মানুষকে বে-নাগরিক হতে তিনি দেবেন না। পাশাপাশি বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তিনি বিভিন্ন অভিযোগ আনেন এদিনের সভা থেকে। মমতা বলেন, শান্তনু ঠাকুর নাগরিকত্বের নামে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছে
advertisement
2/6
মতুয়া ভোটকে পাখির চোখ করে এদিন বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে প্রচারে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
এ দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, মতুয়াদের জন্য সরকার কী কী সুবিধা দিয়েছে। পাশাপাশি বক্তব্যের বেশিরভাগ সময়ই নাগরিকত্ব নিয়েও উঠে আসে নানা প্রসঙ্গ। তৃণমূল সুপ্রিমো জানান, নিঃশর্ত নাগরিকত্ব হলে তাঁদের কোনও আপত্তি নেই
advertisement
4/6
অভিযান সংঘের ময়দানে এদিন জনসভা থেকে মতুয়াদের মন জয় করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখ যায় সভা শেষে মঞ্চের উপর মতুয়া ভক্তদের সঙ্গে নিশান উড়িয়ে ডঙ্কা, কাশি বাজিয়ে হরিনাম সংকীর্তনে শামিল হতে
advertisement
5/6
শান্তনু ঠাকুর যেন সবার আগে সিএএ-র ফর্ম ফিলাপ করেন। তিনি কেন ফর্ম ফিলাপ করছেন না! এ প্রশ্ন তুলেও মমতা বলেন, কারণ তিনি জানেন ফর্ম ফিলাপ করলে শান্তনু ঠাকুর বিদেশি হয়ে যাবেন
advertisement
6/6
এ দিনের সভার শেষে মুখ্যমন্ত্রী একদিকে যেমন ডঙ্কা বাজালেন পাশাপাশি দু’হাত তুলে হরিনাম সংকীর্তন করেন মাদলেও তাল দেন তৃণমূল সুপ্রিমো, সভায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো