TRENDING:

Lok Sabha Elections 2024 2nd Phase Sukanta Majumdar: বুথের বাইরে 'দেখে নেব তোকে' হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের, বালুরঘাটে বিরাট উত্তেজনা! হলটা কী?

Last Updated:
Lok Sabha Elections 2024 2nd Phase Sukanta Majumdar: বালুরঘাটে উত্তেজনা। সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলকর্মীদের বচসার অভিযোগ। সুকান্তর অভিযোগ অস্বীকার তৃণমূলের।
advertisement
1/9
বুথের বাইরে 'দেখে নেব তোকে' হুঁশিয়ারি সুকান্তর, বালুরঘাটে বিরাট উত্তেজনা! হল কী?
বালুরঘাটে উত্তেজনা। সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলকর্মীদের বচসার অভিযোগ। সুকান্তর অভিযোগ অস্বীকার তৃণমূলের।
advertisement
2/9
বালুরঘাটের পতিরামে তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০০ নম্বর বুথ দখলের চেষ্টার অভিযোগ। সেই সময় বাধা দেন সুকান্ত মজুমদার।
advertisement
3/9
সুকান্তর দাবি, বুথ দখল করতে এসেছিল তৃণমূলের একাধিক কর্মী। সেই সময় পুলিশও সাহায্য করছিল বলে দাবি বিজেপি প্রার্থীর।
advertisement
4/9
বালুরঘাটে নিজের বুথে সস্ত্রীক ভোট দিয়ে এই ঘটনার সম্মুখীন হন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, বুথের ভিতর ঢুকে দখলের চেষ্টা করছিল তৃণমূলের কর্মীরা। পুলিশের সামনেই হয় এই বুথ দখল।
advertisement
5/9
১০০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকেও মারধর করা হয় বলে অভিযোগ সুকান্তর।
advertisement
6/9
বুথের সামনে এসে তৃণমূল কংগ্রেসের বুথ দখলকারীরা 'জয় বাংলা' বলে স্লোগান দেয় বলে অভিযোগ সুকান্তর। পুলিশকে তৃণমূলের হয়ে কাজ করছে বলে দাবি বালুরঘাটের বিজেপি প্রার্থী।
advertisement
7/9
তৃণমূলের পাল্টা দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি সেখানে। শান্ত জায়গাকে ইচ্ছে করে অশান্ত করার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার। কোনও জমায়েত ছিল না এই বুথে।
advertisement
8/9
নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে ঘেরাওয়ের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব কমিশনের।
advertisement
9/9
জেলাশাসকের থেকে আগামী ১ ঘণ্টার মধ্যে ATR (অ্যাকশন টেকেন রিপোর্ট) চাইল কমিশন। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Lok Sabha Elections 2024 2nd Phase Sukanta Majumdar: বুথের বাইরে 'দেখে নেব তোকে' হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের, বালুরঘাটে বিরাট উত্তেজনা! হলটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল