TRENDING:

Lok Sabha Election 2024 Sixth Phase: শনিবার রাজ‍্যে ষষ্ঠ দফার ভোট! কোন কোন আসনে? হেভিওয়েট প্রার্থী তালিকায় কারা? দেখে নিন এক ঝলকে

Last Updated:
Lok Sabha Election 2024 Sixth Phase: ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৫ মে)। এই দফায় দেশটির সাতটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি নির্বাচনী এলাকার ভোট হবে।
advertisement
1/5
শনিবার রাজ‍্যে ষষ্ঠ দফার ভোট! কোন কোন আসনে? হেভিওয়েট প্রার্থী তালিকায় কারা?
ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৫ মে)। এই দফায় দেশটির সাতটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি নির্বাচনী এলাকার ভোট হবে।
advertisement
2/5
সাত দফার মধ্যে ষষ্ঠ দফায় ভোট হবে আগামীকাল। লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ পর্বে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট হচ্ছে বিহার (৮টি আসন), হরিয়ানা (সব ১০টি আসন), জম্মু ও কাশ্মীর (একটি আসন), ঝাড়খণ্ড (৪টি আসন), দিল্লি (সমস্ত ৭টি আসন), ওড়িশা। (৬টি আসন), উত্তরপ্রদেশ (১৪টি আসন) এবং পশ্চিমবঙ্গ (৮টি আসন)।
advertisement
3/5
সাত দফার মধ্যে ষষ্ঠ দফায় ভোট হবে আগামীকাল। বাংলার ৮ জেলায় ভোট হবে কাল। সেগুলি হল বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম (এসটি), মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর (এসসি)।
advertisement
4/5
লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন, বাঁসুরি স্বরাজ, মনোজ তিওয়ারি, কানহাইয়া কুমার, মনোহর লাল খট্টর, দীপেন্দ্র সিং হুডা, দীপক অধিকারী, অভিজিত গঙ্গোপাধ‍্যায়।
advertisement
5/5
লোকসভা নির্বাচনের পাঁচ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে আগামীকাল ২০ মে। সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ১ জুন। একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Lok Sabha Election 2024 Sixth Phase: শনিবার রাজ‍্যে ষষ্ঠ দফার ভোট! কোন কোন আসনে? হেভিওয়েট প্রার্থী তালিকায় কারা? দেখে নিন এক ঝলকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল