Lok Sabha Election 2024 Sixth Phase: শনিবার রাজ্যে ষষ্ঠ দফার ভোট! কোন কোন আসনে? হেভিওয়েট প্রার্থী তালিকায় কারা? দেখে নিন এক ঝলকে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Lok Sabha Election 2024 Sixth Phase: ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৫ মে)। এই দফায় দেশটির সাতটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি নির্বাচনী এলাকার ভোট হবে।
advertisement
1/5

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৫ মে)। এই দফায় দেশটির সাতটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি নির্বাচনী এলাকার ভোট হবে।
advertisement
2/5
সাত দফার মধ্যে ষষ্ঠ দফায় ভোট হবে আগামীকাল। লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ পর্বে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট হচ্ছে বিহার (৮টি আসন), হরিয়ানা (সব ১০টি আসন), জম্মু ও কাশ্মীর (একটি আসন), ঝাড়খণ্ড (৪টি আসন), দিল্লি (সমস্ত ৭টি আসন), ওড়িশা। (৬টি আসন), উত্তরপ্রদেশ (১৪টি আসন) এবং পশ্চিমবঙ্গ (৮টি আসন)।
advertisement
3/5
সাত দফার মধ্যে ষষ্ঠ দফায় ভোট হবে আগামীকাল। বাংলার ৮ জেলায় ভোট হবে কাল। সেগুলি হল বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম (এসটি), মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর (এসসি)।
advertisement
4/5
লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন, বাঁসুরি স্বরাজ, মনোজ তিওয়ারি, কানহাইয়া কুমার, মনোহর লাল খট্টর, দীপেন্দ্র সিং হুডা, দীপক অধিকারী, অভিজিত গঙ্গোপাধ্যায়।
advertisement
5/5
লোকসভা নির্বাচনের পাঁচ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে আগামীকাল ২০ মে। সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ১ জুন। একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।