TRENDING:

Lok Sabha Election 2024: মঙ্গলে ভোটের রেজাল্ট! যদি দুই প্রার্থীই সমান ভোট পায়, কে জয়ী হবে জানেন? দারুণ বিষয় কিন্তু!

Last Updated:
Lok Sabha Election 2024: কখনও ভেবে দেখেছেন যদি গণনায় দেখা যায় দুই প্রার্থী সমান সংখ‍্যক ভোট পেয়েছে তাহলে কে জয়ী হবে
advertisement
1/6
মঙ্গলে ভোটের রেজাল্ট! যদি দুই প্রার্থীই সমান ভোট পায়, কে জয়ী হবে জানেন?
মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনা। রাত পোহালেই ভাগ‍্য নির্ধারণ রাজনৈতিক নেতাদের ভাগ‍্য নির্ধারণ। গণনা শেষ হওয়ার পরই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কিন্তু কখনও ভেবে দেখেছেন যদি গণনায় দেখা যায় দুই প্রার্থী সমান সংখ‍্যক ভোট পেয়েছে তাহলে কে জয়ী হবে?
advertisement
2/6
নির্বাচনের ইতিহাসে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। যখন দেখা গিয়েছে, দুই প্রার্থী সমান সংখ‍্যক ভোট পেয়েছেন। সেক্ষেত্রে কীভাবে সিদ্ধান্ত নেওয়া কে জয়ী?
advertisement
3/6
দেশজুড়ে সাত দফায় হয়েছে লোকসভা নির্বাচন। মঙ্গলবার ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। গণনার পরই যে প্রার্থী সবচেয়ে বেশি সংখ‍্যক ভোট পাবেন, তিনিই জয়ী বলে ঘোষিত হবেন।
advertisement
4/6
কিন্তু গণনায় দুই প্রার্থী সমান ভোট পেলে কী হবে? এই প্রশ্ন অনেকের মনেই আসে। ভারতের নির্বাচনী ইতিহাসে এমন অনেকবার ঘটেছে যখন দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। এমন পরিস্থিতিতে বিজয়ী নির্বাচনের জন‍্যও আইন রয়েছে।
advertisement
5/6
আইন অনুযায়ী, এক্ষেত্রে যদি দুই প্রার্থী সমান সংখ‍্যক ভোট পায় তবে লটারি বা টসের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। টসে যে প্রার্থী জিতবেন তিনিই ঘোষিত হবেন জয়ী বলে।
advertisement
6/6
২০১৮ আসাম পঞ্চায়েত নির্বাচনের সময় ৬ টি জায়গায় এইভাবেই কয়েন দিয়ে টস করে ঘোষণা করা হয়েছিল জয়ী প্রার্থীর নাম। ২০১৭ সালে মথুরা-বৃন্দাবনে পৌরসভার নির্বাচনেও ঘটেছিল এমনই ঘটনা।
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Lok Sabha Election 2024: মঙ্গলে ভোটের রেজাল্ট! যদি দুই প্রার্থীই সমান ভোট পায়, কে জয়ী হবে জানেন? দারুণ বিষয় কিন্তু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল