June Malia: জুনের সঙ্গে জওয়ানের তর্কাতর্কি, মারাত্মক অভিযোগ তৃণমূল প্রার্থীর! সকাল সকাল হলটা কী?
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
June Malia: মেদিনীপুরে সকাল সকাল লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের তর্কাতর্কি বাঁধে। কেন জানেন?
advertisement
1/7

শনিবার ষষ্ঠ দফার লোকসভা ভোটে মেদিনীপুর বটতলা চক কালী মন্দিরের পুজো দিয়ে লোকসভা কেন্দ্র ঘোরা শুরু করেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
advertisement
2/7
মেদিনীপুরে সকাল সকাল লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের তর্কাতর্কি বাঁধে।
advertisement
3/7
প্রথমে সতর্ক করেন জুন মালিয়া, পরে হাত জোড় করে বলেন, 'মেদিনীপুরে এই ভুল করবেন না।'
advertisement
4/7
জুনের অভিযোগ, ওই জওয়ান বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন। যদিও অভিযোগ মানতে নারাজ জওয়ান।
advertisement
5/7
মেদিনীপুর কলেজিয়েট বিদ্যালয়ে এসে জুন মালিয়া অভিযোগ করেন কেন্দ্র বাহিনীর জওয়ানের বিরুদ্ধে।
advertisement
6/7
জুনের দাবি, ভোট দিতে আসা বৃদ্ধ ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছিলেন ওই জওয়ান। জেনেই রেগে যান জুন মালিয়া।
advertisement
7/7
জুনের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের তর্কাতর্কি শুরু হয়। যদিও অভিযোগ মানতে নারাজ সেই ওই কেন্দ্রীয় জওয়ান। (রঞ্জন চন্দ)