TRENDING:

June Malia: জুনের সঙ্গে জওয়ানের তর্কাতর্কি, মারাত্মক অভিযোগ তৃণমূল প্রার্থীর! সকাল সকাল হলটা কী?

Last Updated:
June Malia: মেদিনীপুরে সকাল সকাল লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের তর্কাতর্কি বাঁধে। কেন জানেন?
advertisement
1/7
জুনের সঙ্গে জওয়ানের তর্ক, মারাত্মক অভিযোগ তৃণমূল প্রার্থীর! সকাল সকাল হলটা কী?
শনিবার ষষ্ঠ দফার লোকসভা ভোটে মেদিনীপুর বটতলা চক কালী মন্দিরের পুজো দিয়ে লোকসভা কেন্দ্র ঘোরা শুরু করেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
advertisement
2/7
মেদিনীপুরে সকাল সকাল লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের তর্কাতর্কি বাঁধে।
advertisement
3/7
প্রথমে সতর্ক করেন জুন মালিয়া, পরে হাত জোড় করে বলেন, 'মেদিনীপুরে এই ভুল করবেন না।'
advertisement
4/7
জুনের অভিযোগ, ওই জওয়ান বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন। যদিও অভিযোগ মানতে নারাজ জওয়ান।
advertisement
5/7
মেদিনীপুর কলেজিয়েট বিদ্যালয়ে এসে জুন মালিয়া অভিযোগ করেন কেন্দ্র বাহিনীর জওয়ানের বিরুদ্ধে।
advertisement
6/7
জুনের দাবি, ভোট দিতে আসা বৃদ্ধ ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছিলেন ওই জওয়ান। জেনেই রেগে যান জুন মালিয়া।
advertisement
7/7
জুনের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের তর্কাতর্কি শুরু হয়। যদিও অভিযোগ মানতে নারাজ সেই ওই কেন্দ্রীয় জওয়ান। (রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/নির্বাচন/
June Malia: জুনের সঙ্গে জওয়ানের তর্কাতর্কি, মারাত্মক অভিযোগ তৃণমূল প্রার্থীর! সকাল সকাল হলটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল