Lok Sabha Election 2024: নির্বাচনের আগেই ময়দানে নেমেছে বাঘু, দেখুন দক্ষিণ ২৪ পরগণার ভোট উৎসবের বর্ণময় চিত্র
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
শনিবার শেষ দফায় ভোট হবে দক্ষিণ ২৪ পরগনায়। তার আগেই এদিন ভোট ময়দানে নেমেছে বাঘু। এই জেলার ম্যাসকট বাঘু। জেলা যে কোন কাজে তার উপস্থিতি অনস্বীকার্য।
advertisement
1/6

শনিবার শেষ দফায় ভোট হবে দক্ষিণ ২৪ পরগনায়। তার আগেই এদিন ভোট ময়দানে নেমেছে বাঘু। এই বাঘু দক্ষিণ ২৪ পরগনা জেলার ম্যাসকট।
advertisement
2/6
জেলার সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম এবং অন্যান্য সামগ্রী পাঠানোর কাজ চলছে। সেই কাজ কেমন চলছে সেগুলি ঘুরে দেখেছেন জেলাশাসক সুমিত গুপ্তা।
advertisement
3/6
জেলার বেশ কিছু ভোটগ্রহণ কেন্দ্রকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ভোটারদের আকর্ষণ করতে এই ব্যবস্থা করা হয়েছে।
advertisement
4/6
এছাড়াও ভোটকর্মীদের জন্য করা হয়েছে সেলফি পয়েন্ট। গনতন্ত্রের সেনা হিসাবে তারা সেখানে সেলফি তুলছেন।
advertisement
5/6
পুলিশ কর্মীদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। পুলিশ এস্কর্ট ফোর্সগুলিকে সাধারণ মানুষজন যাতে দেখতে পায় সেজন্য তৈরি করা হয়েছে পুলিশ ট্যাগিং কেন্দ্র।
advertisement
6/6
শনিবার রয়েছে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব শেষ পর্যায়। আর তাতে অংশ নিতে প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা জেলা।