TRENDING:

Lok Sabha Election 2024: নির্বাচনের আগেই ময়দানে নেমেছে বাঘু, দেখুন দক্ষিণ ২৪ পরগণার ভোট উৎসবের বর্ণময় চিত্র

Last Updated:
শনিবার শেষ দফায় ভোট হবে দক্ষিণ ২৪ পরগনায়। তার আগেই এদিন ভোট ময়দানে নেমেছে বাঘু। এই জেলার ম্যাসকট বাঘু। জেলা ‌যে কোন কাজে তার উপস্থিতি অনস্বীকার্য।
advertisement
1/6
নির্বাচনের আগেই ময়দানে বাঘু, দেখুন দক্ষিণ ২৪ পরগণার ভোট উৎসবের বর্ণময়  চিত্র
শনিবার শেষ দফায় ভোট হবে দক্ষিণ ২৪ পরগনায়। তার আগেই এদিন ভোট ময়দানে নেমেছে বাঘু। এই বাঘু দক্ষিণ ২৪ পরগনা জেলার ম্যাসকট।
advertisement
2/6
জেলার সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম এবং অন্যান্য সামগ্রী পাঠানোর কাজ চলছে। সেই কাজ কেমন চলছে সেগুলি ঘুরে দেখেছেন জেলাশাসক সুমিত গুপ্তা।
advertisement
3/6
জেলার বেশ কিছু ভোটগ্রহণ কেন্দ্রকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। ভোটারদের আকর্ষণ করতে এই ব্যবস্থা করা হয়েছে।
advertisement
4/6
এছাড়াও ভোটকর্মীদের জন্য করা হয়েছে সেলফি পয়েন্ট। গনতন্ত্রের সেনা হিসাবে তারা সেখানে সেলফি তুলছেন।
advertisement
5/6
পুলিশ কর্মীদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা‌। পুলিশ এস্কর্ট ফোর্সগুলিকে সাধারণ মানুষজন যাতে দেখতে পায় সেজন্য তৈরি করা হয়েছে পুলিশ ট্যাগিং কেন্দ্র।
advertisement
6/6
শনিবার রয়েছে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব শেষ পর্যায়। আর তাতে অংশ নিতে প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা জেলা।
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Lok Sabha Election 2024: নির্বাচনের আগেই ময়দানে নেমেছে বাঘু, দেখুন দক্ষিণ ২৪ পরগণার ভোট উৎসবের বর্ণময় চিত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল