Expensive Schools Fees: দেশের সবচেয়ে দামি স্কুল কোনগুলি জানেন? সেখানে পড়ানোর খরচ শুনলে আঁতকে উঠবেন!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Expensive Schools: দেশের মধ্যেও এমন কয়েকটি স্কুল রয়েছে, যেগুলিতে লেখাপড়া করতে হলে বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। একইসঙ্গে পড়াশোনার মানও বেশ উন্নত। এমনই ৭টি স্কুলের নাম তুলে ধরা হল এখানে।
advertisement
1/8

গোটা পৃথিবীতেই পড়াশোনা এখন খুবই ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ শিক্ষার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পড়াশোনা করান ছেলেমেয়েদের। দেশের মধ্যেও এমন কয়েকটি স্কুল রয়েছে, যেগুলিতে লেখাপড়া করতে হলে বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। একইসঙ্গে পড়াশোনার মানও বেশ উন্নত। এমনই ৭টি স্কুলের নাম তুলে ধরা হল এখানে।
advertisement
2/8
উডস্টক স্কুল, মুসৌরি- উডস্টক স্কুল ভারতের অন্যতম জনপ্রিয় এবং ব্যয়বহুল স্কুল। স্কুলের বার্ষিক ফি প্রায় ১৮,০০,০০০ টাকা।
advertisement
3/8
সিন্ধিয়া স্কুল, গোয়ালিয়র- ভারতের অন্যতম জনপ্রিয় এবং ব্যয়বহুল স্কুল সিন্ধিয়া স্কুল। স্কুলের বার্ষিক ফি প্রায় ১৮,০০,০০০ টাকা।
advertisement
4/8
দুন স্কুল, দেরাদুন- অন্যতম সেরা এবং ব্যয়বহুল স্কুল দুন স্কুল। বলিউডের একাধিক তারকা এই স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলের বার্ষিক ফি প্রায় ১০,২৫,০০০ টাকা।
advertisement
5/8
স্টোনহিল ইন্টারন্যাশনাল স্কুল, বেঙ্গালুরু- স্টোনহিল স্কুল ভারতের সবচেয়ে বড় আইবি স্কুলগুলির মধ্যে একটি। স্কুলের বার্ষিক ফি প্রায় ১০,০০,০০০ টাকা।
advertisement
6/8
ইকোলে মন্ডিয়াল ওয়ার্ল্ড স্কুল, মুম্বই- ইকোলে মন্ডিয়াল ওয়ার্ল্ড স্কুল ভারতের প্রথম আইবি স্কুল। এখানকার বার্ষিক ফি প্রায় ৯,৯০,০০০ থেকে ১০,৯০,০০০ টাকা।
advertisement
7/8
গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল, উটি- এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র্যাঙ্কিংয়ে বিশেষ স্থান অধিকার করে রেখেছে গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের বার্ষিক ফি প্রায় ৭,০০,০০০ থেকে ১২,০০,০০০ টাকা।
advertisement
8/8
অল বয়েজ মেয়ো কলেজ, আজমের- রাজস্থানের আজমেরে অল বয়েজ মেয়ো কলেজ তৈরি হয়েছিল আধুনিক শিক্ষাদানের উদ্দেশ্যে। স্কুলের বার্ষিক ফি প্রায় ৬,৫০,০০০ টাকা।