TRENDING:

West Bengal Schools: ১ কোটি! রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বিরাট খবর, চলছে নাম নথিভূক্তিকরণ...

Last Updated:
West Bengal Schools: রাজ্যের এক কোটি ছাত্রছাত্রীকে বিনামূল্যে স্কুলের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক বৈঠকে এ বিষয়টি ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/5
১ কোটি! রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বিরাট খবর, চলছে নাম নথিভূক্তিকরণ...
পশ্চিমবঙ্গে ধীরে-ধীরে সচল হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। ইতিমধ্যেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলে গিয়েছে। চলছে পাড়ায় শিক্ষালয়ও। এমনকী ছোটদের স্কুল খোলা নিয়েও চিন্তাভাবনা চলছে। এই পরিস্থিতিতে রাজ্যের এক কোটি ছাত্রছাত্রীকে বিনামূল্যে স্কুলের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক বৈঠকে এ বিষয়টি ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/5
আগামী এপ্রিলের মধ্যে প্রায় এক কোটি ছাত্রছাত্রীকে দু’কোটি স্কুলের পোশাক দেওয়ার কথা ঘোষণা হয়েছে আগেই। যদিও এবারই প্রথম নয়, প্রতি বছরই সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুলের পোশাক তুলে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
advertisement
3/5
সরকার সূত্রে জানা গিয়েথে, প্রত্যেক ছাত্রছাত্রীকে দু’টি করে পোশাক দেওয়া হবে। আপাতত, গ্রাম ও শহরতলির স্কুলগুলিতে পড়ুয়াদের পোশাকের মাপ ও সংশ্লিষ্ট তথ্য নেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় এক কোটি ছাত্রছাত্রী স্কুলের ড্রেসের জন্য নাম লিখিয়েছে।
advertisement
4/5
করোনা পরিস্থিতিতে রাজ্যে স্কুল বন্ধ থাকলেও, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের জন্য ইউনিফর্ম তৈরির কাজ চলছিল জোরকদমে। পাইলট প্রজেক্টে ভিন রাজ্য থেকে কাপড় না এনে, রাজ্যের পাওয়ার লুমেই তৈরি হচ্ছে স্কুল পড়ুয়াদের ইউনিফর্মের (Uniform) কাপড়।
advertisement
5/5
বিকল্প কর্মসংস্থানে জোর দিয়ে, গত ৯ ডিসেম্বর কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকের কাপড় রাজ্যেই তৈরি হোক। ভিন রাজ্য থেকে তা আনার দরকার নেই। সেইমতো, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের পোশাকের কাপড় তৈরির পাইলট প্রজেক্ট নিয়েছে হয়েছে রাজ্যে। ভিন রাজ্য থেকে কাপড় না এনে, রাজ্যের পাওয়ার লুমেই তৈরি হচ্ছে স্কুল পড়ুয়াদের পোশাকের কাপড়।
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
West Bengal Schools: ১ কোটি! রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য বিরাট খবর, চলছে নাম নথিভূক্তিকরণ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল