TRENDING:

WBJEE Result 2025: অবশেষে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশের দিন জানা গেল, বোর্ডের তরফে জরুরি ঘোষণা জানুন

Last Updated:
WBJEE Result 2025: অবশেষে প্রকাশিত হতে চলেছে রাজ্য় জয়েন্টের ফলাফল। বৃহস্পতিবার জয়েন্ট বোর্ডের তরফে জানানো হল ফলপ্রকাশের সম্ভাব্য দিন।
advertisement
1/7
অবশেষে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশের দিন জানা গেল, বোর্ডের তরফে জরুরি ঘোষণা জানুন
অবশেষে প্রকাশিত হতে চলেছে রাজ্য় জয়েন্টের ফলাফল। বৃহস্পতিবার জয়েন্ট বোর্ডের তরফে জানানো হল ফলপ্রকাশের সম্ভাব্য দিন।
advertisement
2/7
২৭ এপ্রিল জয়েন্টের পরীক্ষা হয়েছিল। ৫ জুন ফলপ্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ‍্যে ওবিসি সমরক্ষণ বিচারাধীন হয়ে পড়ে।
advertisement
3/7
২৮ জুলাই সুপ্রিম রায় বের হয়। উচ্চশিক্ষা দফতর থেকে বুধবার নির্দেশ এসেছে জয়েন্টের পরিক্ষার্থীদের সংরক্ষণের বিষয় আপডেট করার সুযোগ থাকছে।
advertisement
4/7
২ অগাস্ট পর্যন্ত এই সুযোগ থাকবে। সকলকে এসএমএস পাঠানো হয়েছে জয়েন্ট বোর্ডের তরফে।
advertisement
5/7
বৃহস্পতিবার বোর্ডের তরফে জানানো হয়েছে, 'কোথাও কোনও অভিযোগ ওঠেনি। বোর্ড ভেবেছিল জুনের ৫ তারিখ ফলাফল প্রকাশ করবে। বোর্ড তেমন প্রস্তুতি নিয়েছিল। মাঝে ওবিসি নিয়ে সুপ্রিম কোর্ট হতক্ষেপ করে। আমরা একটা লিঙ্ক দিয়েছি। আজ কাল ও পরশু এই সুবিধা বহাল থাকছে। আমরা সব পরীক্ষার্থী কাছে টেক্সট মেসেজ করেছি। আমরা যা আপডেট পাব সেই অনুযায়ী এগবো। ৭ অগাস্ট পরীক্ষার ফলপ্রকাশের চেষ্টা চালানো হচ্ছে।'
advertisement
6/7
সাম্প্রতিক কালে এত দেরি হয়নি কখনও। এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ৩ মাসেরও বেশি সময় অতিক্রান্ত। রেজাল্ট কবে বেরোবে? কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছেন কয়েকজন অভিভাবক।
advertisement
7/7
মঙ্গলবার মামলাটির শুনানি হয় বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে। স্রেফ ৭ দিনের মধ্যে ফলপ্রকাশের নির্দেশই নয়, রাজ্য ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলপ্রকাশে দেরির কারণ জানিয়ে রিপোর্টও তলব করেছে আদালত।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
WBJEE Result 2025: অবশেষে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশের দিন জানা গেল, বোর্ডের তরফে জরুরি ঘোষণা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল