Job Vacancy Walk-in Interview: ডাক্তার-নার্স নিয়োগের Interview শীঘ্রই! উত্তরবঙ্গে সরকারি দফতরে প্রচুর শূন্যপদ, আবেদনের খুঁটিনাটি জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Job Vacancy Walk-in Interview: উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবা আরও সুদৃঢ় করতে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতর সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে ডাক্তার ও নার্স নিয়োগের ঘোষণা করেছে।
advertisement
1/5

*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবা আরও সুদৃঢ় করতে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতর সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে ডাক্তার ও নার্স নিয়োগের ঘোষণা করেছে। সদ্য প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর ২০২৫, শিলিগুড়ির প্রধাননগর এলাকার শ্রমিক ভবন, দাগাপুর কমপ্লেক্সে সকাল দশ'টা থেকে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।
advertisement
2/5
*নোটিস অনুযায়ী, সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হবে চা-বাগান এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের জন্য। তার মধ্যে রয়েছে— পার্ট-টাইম মেডিক্যাল অফিসার পদে ২০ শূন্যপদ, যেখানে ন্যূনতম যোগ্যতা হিসেবে এমবিবিএস (MBBS) ডিগ্রি অপরিহার্য।
advertisement
3/5
*এছাড়া ফুল-টাইম নার্সিং স্টাফ পদে রয়েছে ৪০ শূন্যপদ। নার্সিং স্টাফ হিসেবে আবেদন করতে হলে প্রার্থীকে GNM ডিগ্রিপ্রাপ্ত হতে হবে, যা West Bengal Nursing Council (WBNC) বা Indian Nursing Council–এর অনুমোদিত উদ্বোধনী প্রতিষ্ঠান থেকে হতে হবে।
advertisement
4/5
*শ্রম দফতর জানিয়েছে, যোগ্যতা, শর্তাবলি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে সরকারি ওয়েবসাইট esiwb.gov.in–এ।
advertisement
5/5
*এই নিয়োগের মাধ্যমে চা-বাগান এলাকার বাসিন্দারা আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে। শ্রম দফতরের তরফে জানানো হয়েছে, চিকিৎসা পরিষেবা শক্তিশালী করা এবং দ্রুত কর্মী নিয়োগই এই উদ্যোগের মূল লক্ষ্য।