Top MBA Colleges in India: দেশের সেরা MBA কলেজ কোনটি? কলকাতার কোন কলেজ তালিকায়? ভর্তির আগে IIRF-এর তালিকা দেখুন
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Top MBA Colleges in India: সারা দেশে রেয়েছে ৫ হাজারের বেশি এমবিএ কলেজ। এর মধ্যে সেরা কোনটা? দেখে নিন IIRF-এর তালিকা।
advertisement
1/8

প্রতি বছর ৪ থেকে ৫ লাখ পড়ুয়া এমবিএ-তে ভর্তি হন। দেশের সেরা কলেজে ভর্তি হতে চাইলে ক্যাট, ম্যাটের মতো ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভাল নম্বর নিয়ে পাশ করতে হয়। ক্যাট পরীক্ষায় সফল প্রার্থীরা আইআইএম সহ অন্যান্য কলেজে ভর্তির সুযোগ পান।
advertisement
2/8
এমবিএ কোর্সে ভর্তির জন্য দেশে অনেক ধরনের এন্ট্রান্স পরীক্ষা রয়েছে। পাশাপাশি সারা দেশে রেয়েছে ৫ হাজারের বেশি এমবিএ কলেজ। এর মধ্যে সেরা কোনটা? সেটা জানতে দেখতে হবে আইআইআরএফ র্যাঙ্কিং।
advertisement
3/8
সম্প্রতি আইআইআরএফ বা ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক দেশের সেরা ১০টি এমবিএ কলেজের তালিকা প্রকাশ করেছে। ৭টি ক্ষেত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই র্যাঙ্কিং। এর মধ্যে থেকে পড়ুয়ারা নিজেদের পছন্দের কলেজ বেছে নিতে পারেন।
advertisement
4/8
শীর্ষে রয়েছে আইআইএম আহমেদাবাদ: ২০২৪ সালেও সেরা এমবিএ কলেজের শিরোপা জিতেছে আইআইএম আহমেদাবাদ। চার দশকেরও বেশি সময় ধরে এটি ভারতের প্রিমিয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক ম্যানেজমেন্ট স্কুলে পরিণত হয়েছে। এখান থেকে পাশ করা পড়ুয়ারা কোটি টাকার প্যাকেজ পান। যাইহোক, সেরা ম্যানেজমেন্ট কলেজগুলির তালিকায় একটি আইআইটি-ও রয়েছে। আইআইআরএফ র্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী সেরা এমবিএ কলেজের তালিকা দেওয়া হল এখানে।
advertisement
5/8
প্রথম স্থানে রয়েছে আইআইএম আহমেদাবাদ। এই কলেজের পড়ুয়াদের প্লেসমেন্ট হার ১৩৯.২৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে এফএমএস, দিল্লি। প্লেসমেন্ট হার ১৩৮.৪২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে আইআইএম কলকাতা। প্লেসমেন্ট হার ১৩৮.৭১ শতাংশ।
advertisement
6/8
চতুর্থ স্থানে রয়েছে আইআইএম বেঙ্গালুরু। প্লেসমেন্ট হার ১৩৮.৪২ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছে আইআইএম কোঝিকড়। প্লেসমেন্ট হার ১৩৭.৮৫ শতাংশ। ষষ্ঠ স্থানে রয়েছে আইআইএম লখনউ। প্লেসমেন্ট হার ১৩৫.৮৫ শতাংশ।
advertisement
7/8
সপ্তম স্থানে রয়েছে আইআইএফটি দিল্লি। প্লেসমেন্ট হার ১৩৫.৪২ শতাংশ। অষ্টম স্থানে রয়েছে আইআইএম মুম্বই। প্লেসমেন্ট হার ১৩২.২৮ শতাংশ। নবম স্থানে রয়েছে আইআইএম ইন্দোর। প্লেসমেন্ট হার ১৩০.৫৬ শতাংশ। দশম স্থানে রয়েছে আইআইটি বম্বে। প্লেসমেন্ট হার ১৩০.১৪ শতাংশ।
advertisement
8/8
এই ১০টি শীর্ষ প্রতিষ্ঠানের পরে, আইআইএম রায়পুর ১১ তম, আইআইটি খড়গপুর ১২ তম, আইআইটি দিল্লি (ম্যানেজমেন্ট স্টাডিজ) ১৩ তম, আইআইএম উদয়পুর ১৪ তম এবং আইআইএম রাঁচি ১৫তম স্থানে রয়েছে।