Top Btech Colleges in India: দুর্দান্ত প্লেসমেন্টে কোটি টাকার প্যাকেজ! CV-তে নাম থাকলেই কাজ, রইল দেশের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের সুলুকসন্ধান
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Raima Chakraborty
Last Updated:
Top Btech Colleges in India: দেশে এমন অনেক নামকরা প্রতিষ্ঠান রয়েছে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক এবং দুর্দান্ত প্লেসমেন্টের সুযোগ দিয়ে থাকে। জানুন বিশদে...
advertisement
1/8

ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম জনপ্রিয় শাখা হল সিভিল। এই শাখায় রাস্তা, ব্রিজ, বিল্ডিং, ড্যাম সহ পরিকাঠামো তৈরি শেখেন পড়ুয়ারা। আধুনিক বিশ্বের অন্যতম ভিত্তি হল এই সিভিল ইঞ্জিনিয়ারিং। তাই এতে কেরিয়ার গড়তে চাইলে ভাল কলেজে ভর্তি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
2/8
দেশে এমন অনেক নামকরা প্রতিষ্ঠান রয়েছে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক এবং দুর্দান্ত প্লেসমেন্টের সুযোগ দিয়ে থাকে। এমনকী কিছু কলেজ থেকে পাশ করার পর ছাত্রছাত্রীরা কোটি টাকার চাকরির অফারও পেয়েছেন – শুধু দেশে নয়, বিদেশেও। এখানে ভারতের সেই পাঁচটি সেরা B.Tech কলেজের নামের তালিকা দেওয়া হল। যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ছাত্রছাত্রীদের প্রথম পছন্দের।
advertisement
3/8
আইআইটি দিল্লি (IIT Delhi): সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভারতের অন্যতম সেরা প্রতিষ্ঠান।আইআইটি দিল্লি কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এখানে প্রতি বছর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা কোটি টাকা পর্যন্ত প্যাকেজ পেয়ে থাকেন।
advertisement
4/8
আইআইটি মাদ্রাজ (IIT Madras): অনুশীলনমুখী শিক্ষা এবং উচ্চমানের ফ্যাকাল্টির জন্য খ্যাত।আইআইটি মাদ্রাজ বছরের পর বছর ধরে শিক্ষকদের মান ও সিরিয়াস পড়াশোনার জন্য পরিচিত। এখানকার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা আজ বিশ্বজুড়ে বড় বড় কোম্পানির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
advertisement
5/8
আইআইটি বোম্বে (IIT Bombay): JEE টপারদের প্রথম পছন্দ। আইআইটি বোম্বে তার সিভিল ইঞ্জিনিয়ারিং B.Tech প্রোগ্রামের জন্য খুবই জনপ্রিয়। প্রতি বছর প্রায় ১০০ শতাংশ প্লেসমেন্ট হয় এখানে। ফলে ছাত্রছাত্রীরা নিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে এখানে ভর্তি হতে চান।
advertisement
6/8
আইআইটি রূরকি (IIT Roorkee): ভারতের অন্যতম প্রাচীন ও সম্মানজনক টেকনিক্যাল ইনস্টিটিউট।আইআইটি রূরকির নাম শুধু ভারতে নয়, গোটা বিশ্বে সমাদৃত। এখানকার সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম থেকে পাশ করা ছাত্রছাত্রীরা প্রতি বছর কোটি টাকা পর্যন্ত বেতনের চাকরি পান।
advertisement
7/8
আইআইটি কানপুর (IIT Kanpur): গভীর গবেষণা এবং প্লেসমেন্টের জন্য বিশেষভাবে পরিচিত।উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত এই আইআইটি শুধুমাত্র গবেষণার জন্যই নয়, এর সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্যও বিশ্বজোড়া খ্যাতি। এখানকার প্লেসমেন্ট রেকর্ডও ভারতের মধ্যে অন্যতম সেরা।
advertisement
8/8
যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে চান, তাহলে এই সব কলেজে ভর্তি হওয়াই লক্ষ্য হওয়া উচিত। সঠিক কলেজ মানে ভাল শিক্ষা, ভাল সুযোগ, আর শক্তিশালী কেরিয়ারের পথে প্রথম ধাপ।