TRENDING:

Top 10 Indian Institutes Among Global Universities: বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ভারতের ১০ প্রতিষ্ঠান সেরা স্থান দখল করেছে, তালিকা দেখলে গর্ব হবে!

Last Updated:
Top 10 Indian Institutes Among Global Universities: এক নজরে দেখে নেওয়া যাক ভারতের কোন প্রতিষ্ঠান কোন ক্যাটাগরিতে সেরার স্থান দখল করেছে।
advertisement
1/10
বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ভারতের ১০ প্রতিষ্ঠান সেরা স্থান দখল করল, জানুন
উচ্চ শিক্ষা সবাই অর্জন করতে পারেন না। এটা এক আক্ষেপের বিষয় হলেও সত্যি ঘটনা। অনেকেই আটকে যান সামর্থ্যের কারণে। কেউ কেউ হয়তো মেধার জোরে সেই দুরূহ পথে পা ফেলতে সক্ষম হন, কিন্তু সবাই তা পারেন না। পৃথিবীর সর্বত্রই উচ্চ শিক্ষা এক ব্যয়বহুল বিষয়।
advertisement
2/10
সমর্থ পরিবারেও সন্তান জন্মের সঙ্গে সঙ্গে আলাদা করে তার উচ্চ শিক্ষার জন্য বিনিয়োগ শুরু হয়ে যায়, যাতে সে যখন বড় হবে, তত দিনে পরিবারও উচ্চ শিক্ষার খরচ জোগাতে তৈরি হয়ে যাবে। অনেককে আবার নিতে হয় শিক্ষা ঋণ। এত টাকা খরচ করেও যে সব সময়ে সুফল পাওয়া যায়, এমনটা কিন্তু নয়।
advertisement
3/10
কারণ হিসেবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের গুণমান। বর্তমানে দেশে প্রচুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবাই যে শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রস্তুত করে দিতে পারে, তেমনটা বাস্তবে হয় না। সেই জন্য়ই শিক্ষার্থীদের এটা জেনে রাখা গুরুত্বপূর্ণ যে কোথায় গেলে এক দিকে তাঁরা যেমন যথাযথ শিক্ষা গ্রহণ করতে পারবেন, অন্য দিকে তেমনই জীবিকা নির্বাহের পথও সুগম হবে।
advertisement
4/10
সম্প্রতি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ভারতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে। একটা কী দুটো নয়, গর্বের বিষয় এই যে ভারতের ১০টি প্রতিষ্ঠান সেরার স্থান দখল করেছে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে। এগুলোতে শিক্ষাগ্রহণের সুযোগ পেলে সব দিক থেকেই শিক্ষার্থীরা উপকৃত হয়ে থাকেন।
advertisement
5/10
এক নজরে দেখে নেওয়া যাক ভারতের কোন প্রতিষ্ঠান কোন ক্যাটাগরিতে সেরার স্থান দখল করেছে-- ভারতের পাঁচটি প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে সুনামের জন্য বিশ্বের শীর্ষ ১০০টির মধ্যে স্থান পেয়েছে। গবেষণার প্রভাবের দিক থেকে, ভারতের ৮টি বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী শীর্ষ ১০০-তে স্থান পেয়েছে, যা গড়ে ৪৩.৭ স্কোর অর্জন করেছে।
advertisement
6/10
আইআইটি দিল্লি বিশ্বব্যাপী র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে, যা ২০২৫ সালে ১৫০ এবং ২০২৪ সালে ১৯৭ ছিল। নিয়োগের ক্ষেত্রে সুনামের জন্য আইআইটি দিল্লি বিশ্বব্যাপী ৫০তম, ফ্যাকাল্টির জন্য ৮৬তম এবং অ্যাকাডেমিক খ্যাতির জন্য ১৪২তম স্থানে ছিল।
advertisement
7/10
বিগত বছরের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ভারতীয় প্রতিষ্ঠান আইআইটি বম্বে, ২০২৫ সালে ১১৮ থেকে এই বছর ১২৯তম স্থানে নেমে এসেছে।
advertisement
8/10
ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইটি মাদ্রাজ সবচেয়ে বেশি উন্নতি করেছে, ৪৭ ধাপ এগিয়ে ১৮০তম স্থান অর্জন করেছে, যা ২০২৫ সালে ২২৭-এ ছিল।
advertisement
9/10
অন্যান্য শীর্ষস্থানীয় ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে আইআইটি খড়গপুর (২১৫), আইআইএসসি বেঙ্গালুরু (২১৯), এবং দিল্লি বিশ্ববিদ্যালয় (৩২৮)।
advertisement
10/10
বিআইটিএস পিলানি (৬৬৮) এবং জিন্দল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের (৮৫১-৯০০) মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলিও তাদের অবস্থান বজায় রেখেছে এবং উন্নত করেছে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Top 10 Indian Institutes Among Global Universities: বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ভারতের ১০ প্রতিষ্ঠান সেরা স্থান দখল করেছে, তালিকা দেখলে গর্ব হবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল