TRENDING:

Top 10 Engineering Colleges of India 2024: এই মুহূর্তে দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? তালিকা প্রকাশ NIRF-এর

Last Updated:
Top 10 Engineering Colleges of India 2024: প্রতি বছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা করা হয়। সেটাই এনআইআরএফ র‍্যাঙ্কিং।
advertisement
1/10
দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? তালিকা প্রকাশ NIRF-এর, চমকে যাবেন!
এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতি বছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা করা হয়। সেটাই এনআইআরএফ র‍্যাঙ্কিং।
advertisement
2/10
নয়াদিল্লির ভারত মণ্ডপমে এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।
advertisement
3/10
এনআইআরএফ এই বছর তিনটি নতুন বিভাগ চালু করেছে। সেগুলি হল – ওপেন ইউনিভার্সিটি, স্কিল ইউনিভার্সিটি এবং স্টেট ফান্ডেড ইউনিভার্সিটি।
advertisement
4/10
তালিকা ঘোষণার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “এই র‍্যাঙ্কিংয়ের ফলে কোনও প্রতিষ্ঠানকে আরও ভালভাবে চিনতে পারবেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। মানসম্মত শিক্ষারও প্রসার ঘটবে।’’
advertisement
5/10
দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান: প্রথমে আইটি মাদ্রাজ।
advertisement
6/10
দ্বিতীয় আইআইটি দিল্লি। তৃতীয় আইআইটি বোম্বে।
advertisement
7/10
চতুর্থ আইআইটি কানপুর, পঞ্চম আইআইটি খড়গপুর।
advertisement
8/10
ষষ্ঠ আইআইটি রুরকি, সপ্তম আইআইটি গুয়াহাটি।
advertisement
9/10
অষ্টম আইআইটি হায়দরাবাদ। নবম এনআইটি তিরুচিরাপল্লী।
advertisement
10/10
দশম আইআইটি-বিএইচইউ বারাণসী।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Top 10 Engineering Colleges of India 2024: এই মুহূর্তে দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? তালিকা প্রকাশ NIRF-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল