TRENDING:

তেজস্বী যাদব থেকে শুরু করে কৃতি শ্যানন! দিল্লির এই স্কুলে পড়েছেন ১৫ জনেরও বেশি তারকা! ফি কত, ভাবতে পারবেন না!

Last Updated:
ডিপিএস আর.কে. পুরম দিল্লির শীর্ষ স্কুল, যার প্রাক্তনীরা আমন গুপ্ত, হর্ষ চিতলে, কৃতি স্যানন, রঘুরাম রাজন, তেজস্বী যাদব-সহ নানা ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।
advertisement
1/13
তেজস্বী যাদব থেকে শুরু করে কৃতি শ্যানন! দিল্লির এই স্কুলে পড়েছেন ১৫ জনেরও বেশি তারকা!
দিল্লির অন্যতম অভিজাত স্কুলগুলির একটি এই প্রতিষ্ঠান। আর্থিক ক্ষেত্র থেকে রাজনীতি, বিনোদন থেকে ক্রীড়া—প্রায় সব ক্ষেত্রেই নেতৃত্ব গড়েছে এই স্কুল। দেশের সেরা স্কুলগুলির মধ্যে দিল্লির অবস্থান সবসময়ই উঁচুতে, আর এই শহরের কিছু স্কুলের প্রাক্তনী নেটওয়ার্ক এমন যা অনেকেই স্বপ্ন দেখেন।
advertisement
2/13
সেই তালিকায় শীর্ষে রয়েছে ডিপিএস আর.কে. পুরম। এই স্কুলের প্রায় ১৫ জনেরও বেশি প্রাক্তনী তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অন্যতম বিশেষজ্ঞ হিসেবে পরিচিত—বিনোদন, ফাইন্যান্স, প্রশাসন বা ক্রীড়া—সব ক্ষেত্রেই।
advertisement
3/13
বিভিন্ন ক্ষেত্রের তারকারা এই স্কুলের গর্ব। দেখে নিন তাঁদের মধ্যে কারা আছেন।  নিচে এই স্কুলের কয়েকজন বিখ্যাত প্রাক্তনীর তালিকা দেওয়া হল—
advertisement
4/13
আমন গুপ্ত: বোট-এর সহ-প্রতিষ্ঠাতা এবং শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া-র বিচারক। যুবসমাজকে লক্ষ্য করে সাশ্রয়ী অডিও ও ওয়্যারেবল ব্র্যান্ড তৈরি করার জন্য পরিচিত।
advertisement
5/13
হর্ষ চিতলে: ব্যবসায়িক নেতৃত্বের পরিচিত নাম এবং এইচসিএল ইনফোসিস্টেমস-এর প্রাক্তন সিইও। বৃহৎ ডিজিটাল পরিবর্তন ও প্রযুক্তিগত উন্নয়ন উদ্যোগ পরিচালনার জন্য পরিচিত।
advertisement
6/13
কিনজরাপু রাম মোহন নাইডু: কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী এবং যুব সাংসদ। শাসন, এভিয়েশন সংস্কার এবং স্থানীয় উন্নয়নমূলক কাজে বিশেষ ভূমিকা রয়েছে।
advertisement
7/13
কৃতি স্যানন: বলিউড অভিনেত্রী। মিমি, বরেলি কি বরফি-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত।
advertisement
8/13
কুনাল বেহল: স্ন্যাপডিলের সহ-প্রতিষ্ঠাতা। ভারতের ই-কমার্স ক্ষেত্রকে উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
advertisement
9/13
নেহা আগরওয়াল: অলিম্পিয়ান টেবিল টেনিস খেলোয়াড়। ২০০৮ অলিম্পিকে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে ক্রীড়া প্রশাসন এবং অ্যাথলিট উন্নয়ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
advertisement
10/13
রঘুরাম রাজন: বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর। বৈশ্বিক আর্থিক নীতি ও অন্তর্দৃষ্টির জন্য আন্তর্জাতিক মহলে সম্মানিত।
advertisement
11/13
সাগরিকা ঘোষ: বর্ষীয়ান সাংবাদিক ও লেখিকা। তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ, শক্তিশালী রিপোর্টিং এবং জনপরিসরে ধারাবাহিক মন্তব্যের জন্য পরিচিত।
advertisement
12/13
তেজস্বী যাদব: বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। শাসন, যুব নীতি এবং সামাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ মনোনিবেশ করেন।
advertisement
13/13
ডিপিএস আর.কে. পুরমে ক্লাস ১২-র ডে-স্কলারদের বার্ষিক ফি প্রায় ২ লক্ষ টাকা।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
তেজস্বী যাদব থেকে শুরু করে কৃতি শ্যানন! দিল্লির এই স্কুলে পড়েছেন ১৫ জনেরও বেশি তারকা! ফি কত, ভাবতে পারবেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল