Tea Garden Jobs for Women: শুধু পুরুষ নয়, এবার চা বাগান চালাবেন মহিলা ম্যানেজার! বাংলার কলেজে শুরু হল মহিলাদের জন্য টি ম্যানেজমেন্ট কোর্স
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Tea Garden Jobs for Women: ২০২৬-এর জুলাই মাস থেকেই চালু হবে এই কোর্স বলে জানা যায়। পড়তে কত খরচ, সব জেনে নিন।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: চা বাগান ঘেরা জেলা আলিপুরদুয়ার। চা বাগানে কর্ম সংস্থানের উদ্দেশ্যে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে চালু হতে চলেছে টি ম্যানেজমেন্ট কোর্স। ২০২৬-এর জুলাই মাস থেকেই চালু হবে এই কোর্স বলে জানা যায়। আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় পরিচালন কমিটি এবং অধ্যক্ষের পক্ষ থেকে এই কোর্স নিয়ে ঘোষণা করা হয়েছে।
advertisement
2/5
চা বাগানের দফতরের কাজ মানেই পুরুষদের কাজ বলে এতদিন সকলেই জানতেন। তবে দফতরের কাজে এগিয়ে আসুক মহিলারা চাইছে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। মহিলা মহাবিদ্যালয়ে এই কোর্স পড়তে আসতে পারবে পুরুষরা বলে জানা গিয়েছে। ২০২৬-এর জুলাই মাসে ৩০ জন পড়ুয়া নিয়ে এই কোর্স চালু হবে।
advertisement
3/5
এই কোর্সটি একটি সেলফ ফিনান্সড কোর্স। পড়ুয়ারা ২৫ হাজার টাকা দিয়ে এই কোর্স করতে পারবে। আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে টি ম্যানেজমেন্ট কোর্স চালু করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়েছে মাঝেরডাবড়ি চা বাগান কর্তৃপক্ষ বলে জানান কলেজের অধ্যক্ষ অমিতাভ রায়।
advertisement
4/5
কোর্স চলাকালীন প্রাকটিক্যাল ক্লাসগুলি মাঝেরডাবড়ি চা বাগানে হবে। আলিপুরদুয়ার এবং পার্শ্ববর্তী জেলার পড়ুয়ারা যে কোনও স্বীকৃত কলেজ থেকে স্নাতক পাশ করলে এই কোর্স টিতে ভর্তি হতে পারবে।কোর্স শেষে ক্যাম্পাসিং-এর ব্যবস্থা থাকছে।
advertisement
5/5
আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সুমন কাঞ্জিলাল জানান, "চা বাগানের পাতা তোলার কাজ মহিলাদের ছাড়া সম্ভব নয়। আলিপুরদুয়ার তথা উত্তরের অর্থনীতি নির্ভর করে চা শিল্পের উপর। চা শিল্পের অগ্রগতিতে নতুন প্রজন্ম এগিয়ে আসুক। পড়াশুনোর মাধ্যমে চা শিল্প এগিয়ে চলুক, তার জন্য এই কোর্স আমরা চালু করছি।"