Taruner Swapna Scheme: তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা পড়ুয়ারা কবে পাবে? বছরশেষে রাজ্য সরকারের বড় আপডেট
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Taruner Swapna Scheme: সেপ্টেম্বরে ট্যাবের জন্য টাকা পাওয়ার কথা ছিল একাদশ শ্রেণির পডুয়াদের। কিন্তু বছর শেষেও সে টাকা পেল না তারা। কবে মিলবে সেই টাকা? এল জরুরি আপডেট।
advertisement
1/6

সেপ্টেম্বরে ট্যাবের জন্য টাকা পাওয়ার কথা ছিল একাদশ শ্রেণির পডুয়াদের। কিন্তু বছর শেষেও সে টাকা পেল না তারা। কবে মিলবে সেই টাকা? এল জরুরি আপডেট।
advertisement
2/6
জানা গিয়েছে, জানুয়ারি মাসে 'তরুণের স্বপ্ন' প্রকল্পের আওতায় ট্যাব কেনার টাকা পাওয়া যাবে। প্রায় ৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে ১০ হাজার টাকা। সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে জমা হবে। স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, ইতিমধ্যেই জেলা পরিদর্শকদের তরফ থেকে চিঠি এসেছে, বুধবার ভার্চুয়াল বৈঠকও হয়েছে।
advertisement
3/6
কলকাতার এক স্কুলের প্রধান শিক্ষক বলেন, ''গত বছর যে অনিয়মের অভিযোগ উঠেছিল, তা রোধ করতেই এ বার ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার। পড়ুয়াদের একটি করে লিংক পাঠানো হচ্ছে, সেখানেই যাবতীয় নথি আপলোড করতে হচ্ছে। সব ঠিক থাকলে টাকা পাবে পড়ুয়ারা।'' শিক্ষকদের দাবি, এ কারণেই খানিক বেশি সময় লেগেছে।
advertisement
4/6
ইতিমধ্যে স্কুল জেলা পরিদর্শকেরা জানিয়েছেন, যে সব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ অন্য সব নথিপত্র সঠিক বলে সম্মতি দিয়েছেন প্রধান শিক্ষকেরা, তাদেরই টাকা দেবে সরকার। শিক্ষা দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত বহু ছাত্রের নামের বানানের সঙ্গে আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে গরমিল রয়েছে বলে জানা গিয়েছে। সে সব যাতে দ্রুত সংশোধন করা হয় তারও নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফ থেকে।
advertisement
5/6
গত বছর অভিযোগ উঠেছিল, বহু পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য কোনও অ্যাকাউন্টে। এমনকী অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার অভিযোগও উঠেছিল।
advertisement
6/6
আরও এক স্কুলের প্রধান শিক্ষক বলেন, ''এত দিন প্রধান শিক্ষকেরাই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর-সহ অন্য তথ্য সরাসরি পোর্টালে আপলোড করতেন। এ বার আপলোড করার আগে সেই সব তথ্য ঠিক লেখা হল কি না, তা এক বার পড়ুয়াকে দিয়ে যাচাই করানো। এবং তাদের কাছ থেকে ‘সেল্ফ ডিক্লারেশন’ নেওয়া হচ্ছে। আমাদের স্কুলে পাঁচ জন পড়ুয়ার অ্যাকাউন্টে সমস্যা রয়েছে। নিরাপত্তাজনিত কারণেই এই বিলম্ব।'' জানা গিয়েছে, পড়ুয়াদের অ্যাকাউন্ট এ রাজ্যের ব্যাঙ্ক শাখায় থাকতে হবে। (সোমরাজ বন্দ্যোপাধ্যায়)