Supreme Court: সিভিল সার্ভিস পরীক্ষায় বিরাট বদল! জানিয়ে দেওয়া হল সুপ্রিম কোর্টে! কী জানিয়ে দিল UPSC, বড় চমক কিন্তু!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Supreme Court: হিমাংশু কুমারের পিটিশনে, সিনিয়র অ্যাডভোকেট দেবদত্ত কামাত এবং অ্যাডভোকেট রাজেশ জি. ইনামদার এবং শশ্বত আনন্দ সওয়াল করেন।
advertisement
1/8

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল, তারা সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার পরে প্রভিশনাল আনসার কি (Answer Key) প্রকাশ করবে।
advertisement
2/8
এরপরে পরীক্ষার্থীরা সেই উত্তর কি যাচাই করে দেখবে। যদি কোনও উত্তর নিয়ে আপত্তি থাকে, তাহলে তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন তাঁরা। রেজাল্ট তৈরির আগেই এই প্রক্রিয়া হবে।
advertisement
3/8
হিমাংশু কুমারের পিটিশনে, সিনিয়র অ্যাডভোকেট দেবদত্ত কামাত এবং অ্যাডভোকেট রাজেশ জি. ইনামদার এবং শশ্বত আনন্দ সওয়াল করেন। হলফনামায় আদালতকে জানানো হয়েছে, প্রিলিমসের পরে 'প্রভিশনাল কি' প্রকাশ করা হবে যাতে পরীক্ষার্থীরা প্রতিনিধিত্ব বা আপত্তি করতে পারেন।
advertisement
4/8
সুপ্রিম কোর্টে বিচারপতি পিএস নরসিমা-র নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়েছে ইউপিএসসি। সেখানে কমিশন জানিয়েছে, সব দিক বিচার করে এবং স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/8
তবে, আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, হলফনামায় মে ২০২৫-এ CSE ২০২৫ প্রিলিমসে উপস্থিত প্রার্থীদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা স্পষ্ট করা হয়নি। যেখানে কোনও 'প্রভিশনাল কি' সরবরাহ করা হয়নি, যা পুনর্মূল্যায়ন বা আপত্তি উইন্ডোর মতো প্রতিক্রিয়াশীল প্রতিকার সম্পর্কে অনিশ্চিত রেখে গেছে।
advertisement
6/8
দীর্ঘদিন ধরেই সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার কিছু বিষয় নিয়ে আপত্তি ছিল। তাঁদের দাবি ছিল, প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার পরেই তাঁরা মেইন পরীক্ষায় বসতে পারেন। ফলে প্রিলিমিনারি পরীক্ষায় কোনও ভুল উত্তরের ভিত্তিতে তাঁদের রেজাল্ট নির্ভর করলে তাঁরা সেটা চ্যালেঞ্জ করতে পারেন না। এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। তার পরেই সুপ্রিম কোর্টের বেঞ্চে হলফনামা জমা দেয় ইউপিএসসি।
advertisement
7/8
এই মামলায় প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্তাকে আদালতবান্ধব হিসেবে নিযুক্ত করে সুপ্রিম কোর্ট। আইনজীবী প্রাঞ্জল কিশোরকেও ওই কাজে সাহায্যের জন্য নিযুক্ত করা হয়। তাঁরা পরামর্শ দেন, প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার একদিন পরে একটি প্রভিশনাল আনসার কি প্রকাশ করা উচিত।
advertisement
8/8
প্রথমে বিষয়টি মানতে চায়নি ইউপিএসসি। তাদের দাবি ছিল, এমন করলে তা ‘কাউন্টার প্রোডাকটিভ’ হবে। রেজাল্ট প্রকাশ করতেও দেরি হবে। যদিও এই বিষয়টি পরে মেনে নেয় ইউপিএসসি। কমিশন সিদ্ধান্ত নিয়েছে প্রিলিমিনারির পরে প্রভিশনাল আনসার কি প্রকাশ করা হবে। সেখানে কোনও প্রশ্ন বা উত্তর নিয়ে কোনও পরীক্ষার্থীর আপত্তি বা কোনও মন্তব্য থাকলে, সেটা বিশেষজ্ঞ দলের সামনে রাখা হবে। বিষয়গুলি নিয়ে গভীর আলোচনার পরে ফাইনাল আনসার কি প্রকাশ করা হবে।