Success Story: বাংলার গর্ব! রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন জঙ্গিপুরের ছাত্র, কোভিডের সময় তিনি কী করেছিলেন জানেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Success Story: সোমবারে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার নিলেন জঙ্গিপুরের পড়ুয়া সৌভিক চট্টোপাধ্যায়
advertisement
1/7

<strong>জঙ্গিপুর, তন্ময় মন্ডল:</strong> কোভিডের সময় অক্সিজেন সিলিন্ডারের যোগান, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো এবং বৃক্ষরোপণ থেকে রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ায় “মাই ভারত” রাষ্ট্রপতির হাত থেকে এন.এস.এস পুরস্কার দেওয়া হল জঙ্গিপুর কলেজের ছাত্র সৌভিককে।
advertisement
2/7
সোমবারে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার নিলেন জঙ্গিপুরের পড়ুয়া সৌভিক চট্টোপাধ্যায়। এনএসএস এর মূল বক্তব্য, ‘নট মি বাট ইউ’। নিজের জন্যে নয়, অন্যের জন্যে। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
3/7
বিড়ি শ্রমিকের জন্য পরিচিত জঙ্গিপুরের সৌভিক চট্টোপাধ্যায় অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করে জেলার নাম উজ্বল করলেন। এনএসএস এর সঙ্গে যুক্ত সৌভিক দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে “মাই ভারত –জাতীয় সেবা প্রকল্প এনএসএস” পুরস্কার পেলেন। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
4/7
সোমবার ২০২২-২৩ সালের “মাই ভারত” এনএসএস পুরস্কার তুলে দেওয়া হয় ৪০ জনের হাতে। এনএসএস ইউনিট, তাদের প্রোগ্রাম অফিসার এবং এনএসএস স্বেচ্ছাসেবকদের এদিন পুরস্কৃত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের সৌভিক। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর এই জাতীয় সেবা প্রকল্প পুরস্কার দিয়ে থাকে। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
5/7
জানা গিয়েছে, কোভিডের সময় অক্সিজেন সিলিন্ডারের যোগান, জঙ্গিপুর মহকুমাতে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানো এবং বৃক্ষরোপণ থেকে রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ায় “মাই ভারত” এনএসএস পুরস্কার দেওয়া হয় জঙ্গীপুর কলেজেরত ছাত্র সৌভিককে। এই ঘটনায় খুশি ওই কলেজের প্রত্যেকে। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
6/7
এদিন শৌভিক যখন ওই পুরস্কার নিচ্ছেন সেই সময়ও মঞ্চে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতি। ধারাভাষ্যে ভেসে এল নাম শৌভিক চট্টোপাধ্যায়ের নাম। জঙ্গিপুর কলেজ, পশ্চিমবঙ্গ। বীর বিক্রমে ওই তরুণ মঞ্চের দিকে এগোলেন। রাষ্ট্রপতি তাঁকে মেডেল পরিয়ে দিলেন। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।
advertisement
7/7
সৌভিক নিজে জঙ্গিপুর মহকুমা জুড়ে ১০০০ এর বেশি গাছ লাগিয়েছেন। রক্তদান শিবির আয়োজন করেছেন। নিজেও ৩ ইউনিট রক্তদান করেছেন। আর তার এই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার লাভ করাতে খুশি প্রকাশ করেছেন জঙ্গিপুরবাসী। ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল।