Success Story: বাবা তৃতীয় শ্রেণি পাস, মা পড়েছেন ক্লাস সেভেন পর্যন্ত ...কন্যা ক্লাস ইলেভেনেই ফেল! তারপর কীভাবে হলেন ‘ডেপুটি কালেক্টর’? সিনেমার গল্পও হার মানবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Success Story: প্রিয়লের বাবা কৃষিকাজ করেন। তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। মা গৃহিণী। তিনি সপ্তম বা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।। প্রিয়লের লড়াই ছোট থেকেই খুব কঠিন। তবে তাঁর বাবা মা সন্তানের উপর ভরসা রেখেছেন।
advertisement
1/6

একবার ব‍্যর্থতা মানেই জীবনের সব স্বপ্ন শেষ হয়ে যাওয়া নয়। দ্রারিদ্রতার সঙ্গে তুমুল সংগ্রাম করেও, চরম ব‍্যর্থতার মুখোমুখি হয়েও জেতা যায়। ‘হাল ছেড়ো না’, কথাটাকেই যেন ফের বাস্তবে প্রমাণ করেছেন ডেপুটি কালেক্টর প্রিয়ল যাদব।
advertisement
2/6
মধ্য প্রদেশের প্রিয়ল যাদবের জীবনের গল্পের কাছে হার মানবে সিনেমার কাহিনীও। সাধারণ কৃষক পরিবারের কন‍্যা প্রিয়ল। ছোট্ট প্রত‍্যন্ত গ্রামটা এমনই যে যেখানে মেয়েদের স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে হয়ে যায়।
advertisement
3/6
প্রিয়লের বাবা কৃষিকাজ করেন। তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। মা গৃহিণী। তিনি সপ্তম বা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।। প্রিয়লের লড়াই ছোট থেকেই খুব কঠিন। তবে তাঁর বাবা মা সন্তানের উপর ভরসা রেখেছেন।
advertisement
4/6
ছোট থেকে লেখাপড়ায় ভাল ছিলেন প্রিয়ল। তবে ভাল ছাত্রীর জীবনেও আসে ব‍্যর্থতা। ক্লাস ইলেভেন ফেল করে যান তিনি। মেধাবী প্রিয়ল কীভাবে, কেন ফেল করলেন পরীক্ষায়?
advertisement
5/6
দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়েছিলেন প্রিয়ল। ১০ম শ্রেণির পরে আত্মীয়দের চাপে পড়েই তিনি মেডিকেল স্ট্রিম (ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি) বেছে নিয়েছিলেন, যদিও এই বিষয়গুলিতে তার কোনও আগ্রহ ছিল না।
advertisement
6/6
এই কারণেই তিনি ১১তম শ্রেণিতে ফিজিক্স বিষয়টিতে ফেল করেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রিয়ল যাদব পরে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা সম্পন্ন করেছিলেন। তবে সেই ব‍্যর্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব‍্যি এগিয়ে যান। বর্তমানে তিনি মধ্য প্রদেশ (MPPSC) পরীক্ষায় টানা তিনবার সফলতা অর্জন করেছিলেন। বর্তমানে তিনি ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরতা। তাঁর জীবনের বহু ছাত্রছাত্রীর জন‍্য অনুপ্রেরণা।