Success Story: একসঙ্গে UPSC পাশ, প্রেমে পড়ে বিয়ে — এখন নেটদুনিয়ার ভাইরাল IAS দম্পতি স্রুষ্ঠি-নাগার্জুন!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Success Story: IAS স্রুষ্ঠি দেশমুখ ও ড. নাগার্জুন গৌড়ার গল্প যেন সিনেমার মতো— একসঙ্গে UPSC পাশ, প্রেম, বিয়ে, আর এখন ইনস্টাগ্রাম তারকা দম্পতি। জানুন তাঁদের অনুপ্রেরণামূলক যাত্রা ও ভাইরাল সোশ্যাল মিডিয়া উপস্থিতি।
advertisement
1/7

UPSC পরীক্ষার সাফল্যের সঙ্গে প্রেম ও জীবনের মেলবন্ধনের এক বিরল উদাহরণ তৈরি করেছেন IAS অফিসার স্রুষ্ঠি দেশমুখ ও ড. নাগার্জুন বি গৌড়া। দু’জনেই পরপর বছর UPSC পরীক্ষায় সাফল্য অর্জন করে একসঙ্গে দেশসেবা শুরু করেন। তারপর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
advertisement
2/7
স্রুষ্ঠি দেশমুখ ২০১৮ সালে UPSC পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৫ অর্জন করেন। মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা স্রুষ্ঠি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে কলেজ জীবনের শেষ পর্যায় থেকেই UPSC প্রস্তুতি শুরু করেছিলেন। তাঁর এই সাফল্য গোটা দেশে আলোচিত হয়েছিল।স্রুষ্ঠি দেশমুখ ২০১৮ সালে UPSC পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৫ অর্জন করেন। মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা স্রুষ্ঠি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে কলেজ জীবনের শেষ পর্যায় থেকেই UPSC প্রস্তুতি শুরু করেছিলেন। তাঁর এই সাফল্য গোটা দেশে আলোচিত হয়েছিল।
advertisement
3/7
অন্যদিকে, ড. নাগার্জুন গৌড়া ২০১৯ সালে UPSC পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪১৮ পেয়ে IAS পদে যোগ দেন। চিকিৎসক হিসেবে পেশাগত জীবন শুরু করলেও, প্রশাসনিক সেবার প্রতি আগ্রহ তাঁকে নতুন পথে নিয়ে আসে।
advertisement
4/7
আইএএস কর্মকর্তা সৃষ্টী দেশমুখ প্রথমে মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় সহকারী কালেক্টর হিসেবে নিয়োগ পান। তাঁর স্বামী নাগার্জুন কর্ণাটক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তবে পরে তাঁকে মধ্যপ্রদেশ ক্যাডারে স্থানান্তর করা হয়।
advertisement
5/7
UPSC প্রশিক্ষণ চলাকালীন সময়েই স্রুষ্ঠি ও নাগার্জুনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমে রূপ নেয়। দীর্ঘ সম্পর্কের পর তাঁরা ২৪ এপ্রিল ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সোশ্যাল মিডিয়ায় এই ‘IAS পাওয়ার কাপল’-এর গল্প খুবই জনপ্রিয়তা পেয়েছে।
advertisement
6/7
তাঁদের সাফল্য ও সম্পর্কের গল্প আজও বহু UPSC প্রার্থী ও তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণার উৎস। বিশেষ করে স্রুষ্ঠির যাত্রা দেখিয়েছে, দৃঢ় ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে স্বপ্ন পূরণ সম্ভব।
advertisement
7/7
স্রুষ্ঠি দেশমুখ বর্তমানে ইনস্টাগ্রামে ২৪ লক্ষেরও বেশি (2.4M) ফলোয়ার্সের অধিকারী, আর নাগার্জুন গৌড়ার ফলোয়ার সংখ্যা প্রায় ৪ লক্ষ ৯ হাজার (409K)। এই দম্পতি প্রায়ই তাঁদের ভ্রমণ ও অবসরযাপনের ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাঁদের রোম্যান্টিক ছবি ও জীবনের ঝলক সাধারণ মানুষের মধ্যে বিপুল আগ্রহ সৃষ্টি করে।