Student Scholarship 2025: ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত পরিবর্তন স্কলারশিপ, বার্ষিক বৃত্তি ৭৫০০০ টাকা, জেনে নিন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Student Scholarship 2025: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ এ আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। জেনে নিন...
advertisement
1/8

মেধাবী দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তার জন্য শুরু হয়েছে নতুন এক স্কলারশিপ। দেশ যখন পরিবর্তনের আশায় বুক বাঁধছে, ঠিক তখনই দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এইচডিএফসি ব্যাঙ্ক শুরু করল পরিবর্তন স্কলারশিপ।
advertisement
2/8
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ এ আবেদনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এমনকি পেশাগত কোর্সের যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছেন, তারাও আবেদন জানাতে পারবেন HDFC পরিবর্তন স্কলারশিপ এ।
advertisement
3/8
এইচডিএফসি ব্যাঙ্কের পরিবর্তন স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে অবশ্যই প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অথবা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই পরবর্তী পড়াশোনার জন্য ভর্তি হয়ে গিয়েছেন, তারা এবার এই স্কলারশিপের আবেদন জানাতে পারবেন।
advertisement
4/8
HDFC Scholarship 2025-এ আবেদন জানানোর জন্য ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বরের সঙ্গে পাশ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষের নিচে হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য-সহ সমগ্র ভারতবর্ষের ছাত্র এবং ছাত্রী উভয়ই এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন।
advertisement
5/8
HDFC Scholarship 2025 এর মাধ্যমে কোর্স অনুযায়ী বিভিন্ন ভাবে আর্থিক সহায়তা করা হয়। এক্ষেত্রে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা বার্ষিক ১৫,০০০ টাকার সহায়তা পেয়ে থাকেন। অপরদিকে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক ১৮,০০০ টাকা, আইটিআই, ডিপ্লোমা বা পলিটেকনিক ছাত্র-ছাত্রীরা বার্ষিক ১৮ হাজার টাকা।
advertisement
6/8
সাধারণ স্নাতক ছাত্রছাত্রীরা বার্ষিক ৩০০০০ টাকা, স্নাতকোত্তর স্তরে বার্ষিক ৩৫,০০০ টাকা, পেশাদারী স্নাতক স্তরে পাঠরত হলে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ৫০০০০ টাকা এবং পেশাদারী স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য বার্ষিক ৭৫,০০০ টাকা বৃত্তি পেয়ে থাকেন।
advertisement
7/8
এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপ প্রোগ্রাম এ আবেদন জানানোর জন্য Buddy4study-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের নাম রেজিস্টার্ড করতে হবে ছাত্র-ছাত্রীদের। এরপর রেজিস্ট্রেশন করা ইমেল আইডি ও ফোন নম্বর এবং পাসওয়ার্ডের সাহায্যে সেই অ্যাকাউন্ট লগইন করে নিতে হবে।
advertisement
8/8
এরপর hdfc ব্যাঙ্ক স্কলারশিপ অপশনে ক্লিক করে আবেদন পত্র সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি গুলি যথাযথভাবে আপলোড করে সাবমিট বাটনটি ক্লিক করে আবেদনপত্র জমা করে দিতে হবে। ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ-এ ০৯/০৯/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।