SSC গ্রুপ সি, গ্রুপ ডি-র অযোগ্যদের তালিকা প্রকাশ সোমবার...! কোথায়, কখন দেখা যাবে লিস্ট? বিরাট আপডেট দিয়ে দিল কমিশন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC Tainted List: সোমবার ফের প্রকাশ হতে চলেছে এসএসসি-র আরেক দফা অযোগ্যদের তালিকা।এইদিন গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। বিকেল চারটের পর এই তালিকা প্রকাশ করবে এসএসসি।
advertisement
1/6

আগামিকাল সোমবার ফের প্রকাশ হতে চলেছে এসএসসি-র আরেক দফা অযোগ্যদের তালিকা।এইদিন গ্রুপ সি ও গ্রুপ ডির অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। বিকেল চারটের পর এই তালিকা প্রকাশ করবে এসএসসি।
advertisement
2/6
স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি অযোগ্যদের নাম থাকতে চলেছে এই তালিকায়। সোমবার সন্ধের পর থেকে নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ সি ও গ্রুপ ডির আবেদন প্রক্রিয়া শুরু করবে এসএসসি।
advertisement
3/6
আর তার আগেই এসএসসির তরফে এই তালিকা প্রকাশ করা হবে। সোমবার বিকেল চারটের পর স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাবে। চাকরিপ্রার্থীদের রোল নম্বর, স্কুলের নাম-সহ বিস্তারিত প্রকাশ করা হবে।
advertisement
4/6
গ্রুপ সি ও গ্রুপ ডি পৃথক পৃথক তালিকা প্রকাশ হবে। তালিকা প্রকাশের পাশাপাশি অযোগ্যরা নয়া নিয়োগে আবেদন করতে পারবে না সেটাও আলাদা করে নির্দেশিকা করে জানাবে এসএসসি। এমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর।
advertisement
5/6
প্রসঙ্গত, এসএসসি তরফে দেওয়া নিয়োগের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, দাগিরা কোনওভাবেই এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন না।
advertisement
6/6
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে সাত তারিখের মধ্যেই এসএসসি-র ফলপ্রকাশ হওয়ার কথা। আবেদন প্রক্রিয়া দ্রুত করতে এরই মধ্যে এবার ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন।