SSC Recruitment Case: এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলাই এবার থেকে হাইকোর্টে! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, জটিলতা কি এবার মিটবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
SSC Recruitment Case: বাংলায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত সব মামলা এবার থেকে হাইকোর্ট শুনবে। বুধবার জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত।
advertisement
1/6

বাংলায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত সব মামলা এবার থেকে হাইকোর্ট শুনবে।
advertisement
2/6
বুধবার জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত।
advertisement
3/6
বিচারপতি সঞ্জয়কুমারের বেঞ্চ এদিন এসএসসি সংক্রান্ত ৪৬টি মামলার শুনানির পর এই নির্দেশ দেয়।
advertisement
4/6
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্ট যখন মামলাগুলি শুনছে, তখন আমরা সব আবেদনকারীদের বলব, আপনাদের সমস্ত অভিযোগের সুরাহার জন‍্য হাইকোর্টের দ্বারস্থ হোন।
advertisement
5/6
একই সঙ্গে এসএসসিকে কোর্ট জানিয়ে দিল সবিস্তারে নাম প্রকাশ করতে হবে টেইনটেড বা দাগী প্রার্থীদের।
advertisement
6/6
আবারও মনে করিয়ে দেওয়া হয় কোনওভাবেই যেন টেইনটেড প্রার্থীরা নতুন নিয়োগে জায়গা না পায়। (রিপোর্টার-- অর্ণব হাজরা)