পরীক্ষা শুরুর মাত্র ৫ মিনিট বাকি...! হঠাৎ পরীক্ষা কেন্দ্রের গেট ঠকঠক করতে লাগলেন তরুণী, পরমুহূর্তেই যা ঘটল, ভিতর থেকে এল 'বড়' নির্দেশ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
SSC Exam 2025: মোটের উপর সব পরীক্ষার্থীরাই যথা সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান। যাঁরা দূর থেকে আসছেন, অনেকেই নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে যান পরীক্ষাকেন্দ্রে। কিন্তু এই পরীক্ষাকেন্দ্রে হঠাৎ চাঞ্চ্যল্য ছড়ায় পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে। কী এমন ঘটল?
advertisement
1/8

শুরু হয়েছে এসএসসি-র একাদশ দ্বাদশের পরীক্ষা। এই পর্যায়ে শূন্যপদ রয়েছে ১২ হাজার ৫১৪। পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশনের কড়া নজরদারি ও নিরাপত্তায় পরীক্ষা কেন্দ্রগুলিতে চলছে পরীক্ষা দান পর্ব।
advertisement
2/8
কলকাতার পরীক্ষা কেন্দ্রগুলির জন্য পুলিশের মোট ২ জন, আধিকারিক ও ২ জন কর্মী-সহ একজন গাড়ির চালক দায়িত্বে রয়েছেন প্রশ্নপত্র সময়ে পরীক্ষাকেন্দ্রগুলিতে পৌঁছে দিতে। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৪৭৮ টি।
advertisement
3/8
এদিন কড়া নজরদারির মধ্যেই অদ্ভুত ঘটনা ঘটে যায় যাদবপুর বিদ্যাপীঠ পরীক্ষাকেন্দ্রের গেটে। নির্ধারিত সময় দুপুর ১২ টায় পরীক্ষা শুরুর কথা এসএসসির। সেইমতো রিপোর্টিং টাইম ছিল দশটা। প্রবেশের শেষ সময় ছিল ১১:৪৫।
advertisement
4/8
মোটের উপর সব পরীক্ষার্থীরাই যথা সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান। যাঁরা দূর থেকে আসছেন, অনেকেই নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে যান পরীক্ষাকেন্দ্রে। কিন্তু এই পরীক্ষাকেন্দ্রে হঠাৎ চাঞ্চ্যল্য ছড়ায় পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে। কী এমন ঘটল?
advertisement
5/8
ঠিক বারোটা বাজতে ৫ মিনিট আগে এক পরীক্ষার্থী হুড়মুড়িয়ে এসে পৌঁছন যাদবপুর বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে। কিন্তু পৌঁছনোর নির্ধারিত সময় তো পেরিয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে! তাহলে এখন কী উপায়?
advertisement
6/8
সময়ের থেকে দেরি হয়ে যাওয়ায় চোখে জল এবং এক রাশ হতাশা নিয়ে পাগলের মতো বার বার বিদ্যালয়ের গেট ঠকঠক করতে থাকেন ওই পরীক্ষার্থী। অবশেষে বরফ গলে কিছুক্ষণেই।
advertisement
7/8
পুলিশের মধ্যস্থতায় যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য নির্দেশ দেন ওই পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য ভিতরে আসার। সেই মতো পুলিশ তাঁকে ভিতরে ঢোকার অনুমতি দেয়।
advertisement
8/8
ঘটনা ঘিরে যাদবপুর বিদ্যাপীঠ কেন্দ্রের বাইরে প্রাথমিক ভাবে কিছুটা চাঞ্চল্য ছড়ালেও স্কুলের প্রধান শিক্ষকের সিদ্ধান্তে শেষ মুহূর্তে হলেও পরীক্ষা হলে ঢুকতে পারেন ওই পরীক্ষার্থী। শেষমেশ নির্বিঘ্নেই পরীক্ষা শেষ করতে পারেন তিনি।