TRENDING:

Career Guide: কাজের গ্যারান্টি কয়েকগুণ! উচ্চমাধ্যমিকের পর একটি বিষয় নিয়ে পড়াশুনা মোড় ঘুরিয়ে দিতে পারে পড়ুয়াদের জীবনে, বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:
South 24 Parganas Career Guide: সাধারণত বেশির ভাগ শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের পর বেছে নেন বিশেষ কোনও বিষয়ের উপর অনার্স-সহ ব্যাচেলার ডিগ্রিকে। কিন্তু এই বিষয়টি নিলে ভবিষ্যতে কাজের নিশ্চিত সুযোগ থাকছে।
advertisement
1/5
উচ্চমাধ্যমিকের পর একটি বিষয় নিয়ে পড়াশুনা মোড় ঘুরিয়ে দিতে পারে পড়ুয়াদের জীবনে
ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিজ নিয়ে পড়ে পেতে পারেন কাজের বিশাল সুযোগ। সাধারণত বেশির ভাগ শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের পর বেছে নেন বিশেষ কোনও বিষয়ের উপর অনার্স-সহ ব্যাচেলার ডিগ্রিকে। কিন্তু এই বিষয়টি নিলে ভবিষ্যতে কাজের নিশ্চিত সুযোগ থাকছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিজ নিয়ে বিএসসি করা যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আশুতোষ কলেজ এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ এবং ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ-সহ আরও একাধিক কলেজে।
advertisement
3/5
ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিশারিজ বিষয়টি হল মাছ ধরা, চাষ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণের মতো বাণিজ্যিক মৎস্য কার্যক্রম ও এর সঙ্গে সম্পর্কিত বিষয়। তবে এটি মৎস্যবিজ্ঞান বিষয়ের থেকে আলাদা।
advertisement
4/5
জলজ চাষ, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি এবং সম্প্রসারণ বিষয়ে শিক্ষা এবং এর মাধ্যমে সরকারি ও বেসরকারি ফিশারি কোম্পানি, সি-ফুড শিল্প এবং উদ্যোক্তা হিসেবে কাজ করার দারুণ সুযোগ থাকে এই বিষয় নিয়ে পড়লে।
advertisement
5/5
প্রতি ব্লকেই যে অ্যাসিস্ট্যান্ট টেকনলজি ম্যানেজার থাকে তাতেও আবেদন করা যাবে। এ নিয়ে মথুরাপুর দুই নং ব্লকের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট টেকনলজি ম্যানেজার জয়দীপ পাল বিষয়টির গুরুত্ব রয়েছে বলে জানিয়েছেন। তিনি নিজে সকলকে এই বিষয় নিয়ে পড়াশোনা করলে কাজের সুযোগের কথা জানিয়েছেন। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Career Guide: কাজের গ্যারান্টি কয়েকগুণ! উচ্চমাধ্যমিকের পর একটি বিষয় নিয়ে পড়াশুনা মোড় ঘুরিয়ে দিতে পারে পড়ুয়াদের জীবনে, বলছেন বিশেষজ্ঞরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল