TRENDING:

Shubhanshu Shukla Educational Qualification: বিশ্বের সবথেকে বড় স্কুলে পড়ে এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা, তিনি কী কী পড়াশোনা করেছেন জানেন?

Last Updated:
Shubhanshu Shukla Educational Qualification: গগনযান মিশনের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ভারতীয় বায়ুসেনার একজন টেস্ট পাইলট। তিনি ইসরোর (ISRO) গগনযান মিশনের জন্য নির্বাচিত চারজন মহাকাশচারীর মধ্যে একজন।
advertisement
1/10
বিশ্বের সবথেকে বড় স্কুলে পড়ে এখন ISS-এ প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা, তাঁর আর কী পড়াশোনা?
ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে ইতিমধ্যেই মহাকাশে পাড়ি দিয়েছেন। এই ঐতিহাসিক অভিযানে তাঁর কাঁধে রয়েছে সাতটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার দায়িত্ব। এর মধ্যে একটি বিশেষ গবেষণা হচ্ছে ফসলের বীজ নিয়ে, যা ভবিষ্যতের মহাকাশ কৃষি সংক্রান্ত ক্ষেত্রে বড় পদক্ষেপের সূচনা করতে পারে।
advertisement
2/10
গগনযান মিশনের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ভারতীয় বায়ুসেনার একজন টেস্ট পাইলট। তিনি ইসরোর (ISRO) গগনযান মিশনের জন্য নির্বাচিত চারজন মহাকাশচারীর মধ্যে একজন। বৃহস্পতিবারই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছেন শুভাংশুরা।
advertisement
3/10
এটি ভারতের প্রথম নিজস্ব ক্রুড মহাকাশ যান। বর্তমানে তিনি Axiom Mission 4 (Ax-4)-এর প্রাথমিক মিশন পাইলট হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) রয়েছেন। ২৫ জুন এটি উৎক্ষেপণ করা হয়েছে। রাকেশ শর্মার পর তিনিই মহাকাশে গেলেন এমন দ্বিতীয় ভারতীয়। পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় তিনিই।
advertisement
4/10
শুভাংশু ১৯৮৫ সালের ১০ অক্টোবর উত্তর প্রদেশের লখনউতে জন্ম। লখনউয়ের সিটি মন্টেসরি স্কুলে তাঁর স্কুলজীবন। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের ঘটনা তাঁকে ভারতীয় সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য গভীরভাবে অনুপ্রাণিত করে। পরিবারের কাউকে না জানিয়েই তিনি সফলভাবে UPSC NDA পরীক্ষায় উত্তীর্ণ হন।
advertisement
5/10
এর পর তিনি পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA) থেকে ২০০৫ সালে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ইন্ডিয়ান এয়ার ফোর্স একাডেমিতে পাইলট প্রশিক্ষণ নেন তিনি।
advertisement
6/10
২০০৬ সালের জুন মাসে ভারতীয় বিমান বাহিনীর (IAF) ফাইটার উইংয়ে কমিশন লাভ করেন। তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ এমটেক ডিগ্রিও অর্জন করেছেন।
advertisement
7/10
তিনি একজন যুদ্ধবিমানের টেস্ট পাইলট এবং কমব্যাট লিডার। Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier এবং An-32 সহ বিভিন্ন ধরনের বিমান ওড়ানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে।
advertisement
8/10
২০০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৪ সালের মার্চ মাসে তাঁকে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত করা হয়।
advertisement
9/10
২০১৯ সালে ইসরো শুভাংশু শুক্লাকে মহাকাশচারী প্রশিক্ষণের জন্য নির্বাচন করে। তাঁকে ইন্ডিয়ান হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের জন্য ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন (IAM) দ্বারা নির্বাচিত চারজনের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
advertisement
10/10
২০২০ সালে তিনি মস্কোর স্টার সিটিতে অবস্থিত ইউরি গ্যাগারিন কসমোনট প্রশিক্ষণ কেন্দ্রে এক বছরের বেশি সময় ধরে প্রশিক্ষণ নেন, যা তিনি ২০২১ সালে সম্পন্ন করেন।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Shubhanshu Shukla Educational Qualification: বিশ্বের সবথেকে বড় স্কুলে পড়ে এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা, তিনি কী কী পড়াশোনা করেছেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল