TRENDING:

Shark Tank India: ভারত পে, শাদি ডটকম, লেন্সকার্টের উদ্যোগপতি শার্কদের পড়াশোনা জানলে তাক লেগে যাবে আপনারও

Last Updated:
Shark Tank India Entrepreneurs: এই শোয়ের সাতজন বিনিয়োগকারীদেরই শার্ক নামে ডাকা হয়।
advertisement
1/8
ভারত পে, শাদি ডটকম, লেন্সকার্ট...জানুন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার উদ্যোগপতিদের পরিচয়
শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার (Shark Tank India) প্রথম সিজনটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে সারা দেশেই। বিষয়েই অভিনবত্বের কারণে বহু মানুষই নিয়মিত দেখছেন এই শো’টি। বিভিন্ন উদ্যোক্তাদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে, তাদের ব্যবসা বৃদ্ধির সুযোগ দিচ্ছে শার্ক ট্যাঙ্ক। এই শোয়ের সাতজন বিনিয়োগকারীকেই শার্ক নামে ডাকা হয়। তাঁদের পরিচয়ও এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অনেকেই এখন দেশের অন্যতম বড় উদ্যোক্তা এই শার্কদের সম্পর্কে আরও বিশদে জানতে চান। দেখে নিন, কারা এই শার্ক। (ছবি সৌজন্যে- টুইটার)
advertisement
2/8
SUGAR Cosmetics-এর সিইও এবং প্রতিষ্ঠাতা বিনীতা সিং (Vineeta Singh) দিল্লি পাবলিক স্কুল থেকেই পড়াশোনা করেছেন। পরে তিনি আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এবং আইআইএম আহমেদাবাদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। (ছবি সৌজন্যে- টুইটার)
advertisement
3/8
shaadi.com-এর সিইও এবং প্রতিষ্ঠাতা অনুপম মিত্তল (Anupam Mittal) মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজ থেকে অপারেশনস এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে এমবিএ করেছেন। (ছবি সৌজন্যে- টুইটার)
advertisement
4/8
শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার আরেক বিখ্যাত নাম নমিতা থাপার (Namita Thapar) Emcure Pharmaceuticals-এর কার্যনির্বাহী পরিচালক। তিনি ICAI থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি সম্পন্ন করেছেন এবং পরে তিনি ডিউকের ফুকা স্কুল অফ বিজনেস থেকে এমবিএও পাশ করেছেন। (ছবি সৌজন্যে- টুইটার)
advertisement
5/8
কসমেটিক ব্র্যান্ড MamaEarth-এর প্রধান এবং সহ-প্রতিষ্ঠাতা গজল আলাঘ (Ghazal Alagh), পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং পরে নিউ ইয়র্ক আকাডেমি অফ আর্টসেও পড়াশোনা করেছেন তিনি৷ (ছবি সৌজন্যে- টুইটার)
advertisement
6/8
Lenskart-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও পীয়ুষ বনসাল (Peyush Bansal) কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। এছাড়াও তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM), বেঙ্গালুরু থেকে অন্ত্রপ্রেনারশিপ (entrepreneurship) ডিগ্রিও অর্জন করেছেন। (ছবি সৌজন্যে- টুইটার)
advertisement
7/8
এবং আশনীর গ্রোভার (Ashneer Grover)। BharatPe-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা আশনীর। Shark Tank India-এর বিখ্যাত এই প্যানেলিস্ট IIT দিল্লি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ BTech ডিগ্রি অর্জন করেছেন৷ পরে তিনি আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন। (ছবি সৌজন্যে - টুইটার)
advertisement
8/8
গ্যাজেট ব্র্যান্ড Boat-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিপণন কর্মকর্তা আমন গুপ্তা (Aman Gupta) ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) নিয়ে পড়াশোনা করেছেন। আমন CA পাশ করেছেন এবং ফাইন্যান্স ও স্ট্র্যাটেজিতে এমবিএও করেছেন। (ছবি সৌজন্যে - টুইটার)
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
Shark Tank India: ভারত পে, শাদি ডটকম, লেন্সকার্টের উদ্যোগপতি শার্কদের পড়াশোনা জানলে তাক লেগে যাবে আপনারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল