School Teachers : পুজোর মুখে স্কুল শিক্ষকদের জন্য বিশাল খবর! আসছে সরকারের ‘প্রমোশন নীতি’, বিপুল লাভ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Bengal School Teachers New Promotion Rules : কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের মতোই ‘প্রমোশন নীতি’ থাকবে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্যও৷
advertisement
1/6

রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় খবর৷ এ বার তাঁদের জন্য বিশেষ প্রমোশন নীতি তৈরি করতে চলেছে রাজ্য সরকার৷ অর্থাৎ, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের মতোই ‘প্রমোশন নীতি’ থাকবে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্যও৷ (্প্রতীকী ছবি)
advertisement
2/6
অর্থাৎ পুজোর আগেই বিশাল বড় খবর এল শিক্ষক-শিক্ষিকাদের জন্য৷ এ বার এই নিয়ম কবে কার্যকর করা হয়, সেটাই দেখার৷ কবে এই নিয়ম কার্যকর হবে, সেই বিষয়েও বিস্তারিত দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার৷ (্প্রতীকী ছবি)
advertisement
3/6
শিক্ষক নিয়োগের দুর্নীতির মধ্যেই এই খবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের মধ্যে এই প্রমোশন নীতি চালু আছে, সেটিই এবার কার্যকর করা হবে৷ অর্থাৎ স্কুলের শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষকদের কর্মজীবনেই এই প্রোমশন দেওয়া হবে৷ (্প্রতীকী ছবি)
advertisement
4/6
রাজ্য সরকার এ বার স্কুল শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষিকাদের জন্য ‘‘প্রমোশন নীতি’’ তৈরি করতে চলেছে। সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলিতে শিক্ষক, শিক্ষিকা বা প্রধান শিক্ষকদের জন্য কর্মজীবনে প্রমোশন নীতি কি হবে তা ঠিক করার জন্য ছয়’সদস্যের কমিটি তৈরি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। (্প্রতীকী ছবি)
advertisement
5/6
৩১ অক্টোবরের মধ্যে এই ছ’সদস্যের কমিটি স্কুলের শিক্ষক,শিক্ষিকা বা প্রধান শিক্ষকদের জন্য প্রমোশন নীতি তৈরি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবে। মূলত শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন অ্যাকাডেমিক পারফর্ম্যান্সকে মাথায় রেখেই কর্মজীবনে তাদের প্রমোশন দিতে চায় রাজ্য। (্প্রতীকী ছবি)
advertisement
6/6
শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগের মধ্যেই এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ পাশাপাশি, এর ফলে একাধিক ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষিকাদের অনেকটাই লাভ হতে পারে বলেও মনে করা হচ্ছে৷ (্প্রতীকী ছবি)