School Holiday: ছুটি ছুটি ছুটি! সেপ্টেম্বর প্রথম সপ্তাহেই স্কুল-কলেজ-অফিসে ছুটি! কবে বন্ধ থাকবে...?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
School Holiday: রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর ‘করম পুজো’ উপলক্ষে সমস্ত সরকারি দফতর, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
advertisement
1/5

অগাস্ট শেষ হতে না হতেই সেপ্টেম্বরের ক্যালেন্ডারে উঁকিঝুঁকি মারা শুরু করেছেন অনেকেই। কারণ ইতিমধ্যেই উৎসব উৎসব মরশুমের মেজাজ মনের আনাচে কানাচে। কারণ এই বছর সেপ্টেম্বর মানেই তো পুজোর মাস!
advertisement
2/5
ক্যালেন্ডারে চোখ রাখলেই বুঝতে পারবেন সেপ্টেম্বর এককথায় উৎসবে ভরা। তবে, পুজোর ছুটির আগেই মাসের প্রথম সপ্তাহেই আছে ছুটি। দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বরে বাড়তি একদিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকার, পুরসভা-পঞ্চায়েত-সহ সরকারপোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। ‘সৌজন্যে, ‘করম পুজো’। নবান্নের পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।
advertisement
3/5
রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর ‘করম পুজো’ উপলক্ষে সমস্ত সরকারি দফতর, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
advertisement
4/5
এমনকী, ছুটি পাবেন চা-বাগানের আদিবাসী (জনজাতি) জনগোষ্ঠীর কর্মীরাও। তবে খোলা থাকবে কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিয়োরেন্স’ এবং ‘কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ’–এর দফতর।
advertisement
5/5
মূলত মানভূম এলাকার এই উৎসব দেখা যায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে। উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয়।