TRENDING:

School Holiday: ছুটি ছুটি ছুটি! সেপ্টেম্বর প্রথম সপ্তাহেই স্কুল-কলেজ-অফিসে ছুটি! কবে বন্ধ থাকবে...?

Last Updated:
School Holiday: রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর ‘করম পুজো’ উপলক্ষে সমস্ত সরকারি দফতর, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
advertisement
1/5
ছুটি ছুটি ছুটি! সেপ্টেম্বর প্রথম সপ্তাহেই স্কুল-কলেজ-অফিসে ছুটি!  কবে বন্ধ থাকবে...?
অগাস্ট শেষ হতে না হতেই সেপ্টেম্বরের ক্যালেন্ডারে উঁকিঝুঁকি মারা শুরু করেছেন অনেকেই। কারণ ইতিমধ্যেই উৎসব উৎসব মরশুমের মেজাজ মনের আনাচে কানাচে। কারণ এই বছর সেপ্টেম্বর মানেই তো পুজোর মাস!
advertisement
2/5
ক্যালেন্ডারে চোখ রাখলেই বুঝতে পারবেন সেপ্টেম্বর এককথায় উৎসবে ভরা। তবে, পুজোর ছুটির আগেই মাসের প্রথম সপ্তাহেই আছে ছুটি।  দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বরে বাড়তি একদিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকার, পুরসভা-পঞ্চায়েত-সহ সরকারপোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। ‘সৌজন্যে, ‘করম পুজো’। নবান্নের পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।
advertisement
3/5
রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর ‘করম পুজো’ উপলক্ষে সমস্ত সরকারি দফতর, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
advertisement
4/5
এমনকী, ছুটি পাবেন চা-বাগানের আদিবাসী (জনজাতি) জনগোষ্ঠীর কর্মীরাও। তবে খোলা থাকবে কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিয়োরেন্স’ এবং ‘কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ’–এর দফতর।
advertisement
5/5
মূলত মানভূম এলাকার এই উৎসব দেখা যায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে। উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয়।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
School Holiday: ছুটি ছুটি ছুটি! সেপ্টেম্বর প্রথম সপ্তাহেই স্কুল-কলেজ-অফিসে ছুটি! কবে বন্ধ থাকবে...?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল