TRENDING:

Private schools reopen in Kolkata: 'গরমের ছুটি' শেষের আগেই খুলে গেল স্কুল, খুশি পড়ুয়া- অভিভাবকরা

Last Updated:
স্কুল খোলায় খুশি অভিভাবকরাও৷ তাঁরাও বলছেন, গরম কমে যাওয়ায় আর স্কুল বন্ধ রাখার কোনও মানে নেই৷
advertisement
1/5
'গরমের ছুটি' শেষের আগেই খুলে গেল স্কুল, খুশি পড়ুয়া- অভিভাবকরা
২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়িয়েছিল রাজ্য সরকার৷ তার আগে আজ থেকেই কলকাতার সিএনআই অনুমোদিত বেসরকারি বেশ কিছু স্কুল খুলে গেল৷ গরম কমে বৃষ্টি নামার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং৷ তথ্য এবং ছবি- শঙ্কু সাঁতরা ও সাহ্নিক ঘোষ
advertisement
2/5
সেই ঘোষণা মতো আজ সকালেই খুলে যায় স্কটিশ চার্চ, লা মার্টিনিয়ারের মতো স্কুলগুিল৷ স্কটিশ চার্চ স্কুলে আজ সকালেই চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হয়৷ সকাল ৬.২০ মিনিটে শুরু হয় ক্লাস৷ প্রথম দিন তিনটি পিরিয়ড হয়৷ তথ্য এবং ছবি- শঙ্কু সাঁতরা ও সাহ্নিক ঘোষ
advertisement
3/5
স্কুলে ফিরতে পেরে পড়ুয়াদের মধ্যেও দারুণ উৎসাহ চোখে পড়েছে৷ স্কটিশ চার্চ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিকাল থেকে পুরো ক্লাসই হবে৷ তথ্য এবং ছবি- শঙ্কু সাঁতরা ও সাহ্নিক ঘোষ
advertisement
4/5
অন্যদিকে, আজ থেকেই পুরোদমে খুলে গিয়েছে লা মার্টিনিয়ার স্কুলও৷ প্রথম দিন থেকেই সব শ্রেণির ক্লাস শুরু হয়ে যাচ্ছে৷ তথ্য এবং ছবি- শঙ্কু সাঁতরা ও সাহ্নিক ঘোষ
advertisement
5/5
প্রাথমিক ভাবে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ কিন্তু গরম না কমায় আরো ১১ দিন ছুটি বাড়ানো হয়৷ সরকারি স্কুলগুলির পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও এই নির্দেশ মানতে অনুরোধ করেছিল রাজ্য সরকার৷ তথ্য এবং ছবি- শঙ্কু সাঁতরা ও সাহ্নিক ঘোষ
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
Private schools reopen in Kolkata: 'গরমের ছুটি' শেষের আগেই খুলে গেল স্কুল, খুশি পড়ুয়া- অভিভাবকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল