বোর্ডের পরীক্ষায় ৬০% নম্বর পেল ছেলে! CBSE 'রেজাল্ট' বেরোতেই যা করলেন বাবা...দেখলে হতবাক হবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
CBSE Board 10th 12th Result 2025, Aligarh BSA Post, Viral Post: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE) সাম্প্রতিক রেজাল্টে অনেক ছাত্র-ছাত্রী প্রত্যাশা মতো ফল করতে পারেনি। বহু জায়গায় অভিভাবকদের রাগ ঝরেছে ছেলেমেয়েদের ওপর। ছেলের রেজাল্ট দেখে যা করলেন এই বাবা...চমকে যাবেন!
advertisement
1/10

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE) সাম্প্রতিক রেজাল্টে অনেক ছাত্র-ছাত্রী প্রত্যাশার চেয়েও বেশি নম্বর পেয়েছে, আবার কেউ কেউ প্রত্যাশা মতো ফল করতে পারেনি। বহু জায়গায় অভিভাবকদের রাগ ঝরেছে ছেলেমেয়েদের ওপর।
advertisement
2/10
২০২৫ সালের CBSE দশম শ্রেণির পরীক্ষায় মোট পাসের হার ৯৩.৬৬ শতাংশ। এই বছরে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভাল ফল করেছে। (Representative Image: AI)
advertisement
3/10
ছাত্রীরা ৯৫ শতাংশ পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ৯২.৬৩ শতাংশ। এই বছর দশম শ্রেণির পরীক্ষায় ৪২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত। দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ। (Representative Image: AI)
advertisement
4/10
অনেক অভিভাবক আবার খারাপ ফলের পরও সন্তানকে সান্ত্বনা দিয়ে পাশে থেকেছেন। এরকমই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন উত্তরপ্রদেশের আলিগড় জেলার বেসিক শিক্ষা আধিকারিক (BSA) রাকেশ সিং। (Representative Image: AI)
advertisement
5/10
রাকেশ সিং কী লিখেছেন? রাকেশ সিং তাঁর পোস্টে লেখেন, “জীবন শুরু করা যায় যে কোনও সময়, যে কোনও জায়গা থেকে। আমার ছেলে ঋষি ইন্টারমিডিয়েট পরীক্ষায় ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল তোমার জন্য।"
advertisement
6/10
তিনি জানান, এই পোস্ট করার পর তাঁর ছেলে তাঁকে জিজ্ঞাসা করে— “বাবা, তুমি রেগে যাওনি আমি এত কম নম্বর পেয়েছি?” উত্তরে রাকেশ সিং বলেন— “না, আমি মোটেও রাগ করিনি। বরং আমি আজ এতটাই খুশি, যতটা আমি আমার সরকারি চাকরির সিলেকশনের দিনও ছিলাম না।” (Representative Image: AI)
advertisement
7/10
রাকেশ সিং লেখেন, "তুমি ৬০% নম্বর পেয়েছো, আমি গ্র্যাজুয়েশনে পেয়েছিলাম মাত্র ৫২%, হাইস্কুলে ৬০% এবং ইন্টারমিডিয়েটে ৭৫%। তাই যেসব অভিভাবকের সন্তান কম নম্বর পেয়েছে বা পাশ করতে পারেনি, তাঁদের হতাশ হওয়ার কিছু নেই। জীবন নতুন করে শুরু করা যায় যে কোনও সময়, আমি নিজেই প্রমাণ। আমি ইন্টারমিডিয়েটের পর Allahabad University-তে ভর্তি হই, ইতিহাস বিষয়ে কিছুই জানতাম না, তবু ২০০০ সালে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ইতিহাসে ৮০% নম্বর পেয়েছিলাম। ইচ্ছাশক্তিই আসল।"
advertisement
8/10
তিনি আরও লেখেন— "প্রত্যেক শিশুর মধ্যেই প্রতিভা থাকে। আমি বিশেষ করে সেইসব অভিভাবকদের অভিনন্দন জানাতে চাই যাঁদের সন্তানরা এইবার সাফল্য পায়নি। মনে রাখবেন, আপনার সন্তান এই মহাবিশ্বের এক অনন্য সৃষ্টি। সে একদিন বড় হবেই, ভালও করবে।" (Representative Image: AI)
advertisement
9/10
কোন বিষয়ে কত নম্বর পেয়েছে ঋষি সিং? CBSE ১২শ পরীক্ষায় রাকেশ সিং-এর ছেলে ঋষি সিং পেয়েছে— * ইংরেজি: ৬৬ * ভূগোল: ৬২ * শারীরিক শিক্ষা: ৭০ * রাষ্ট্রবিজ্ঞান: ৫৩ * ইতিহাস: ৫০ (Representative Image: AI)
advertisement
10/10
ঋষির স্বপ্ন সে একদিন আইনজীবী হবে। সে CLAT (Common Law Admission Test)-এর কাউন্সেলিং শুরু হওয়ার অপেক্ষায় আছে। (Representative Image: AI)