TRENDING:

West Bengal Schools: কেমন হতে চলেছে রাজ্যের স্কুল পড়ুয়াদের পোশাক? জারি হয়ে গেল বিজ্ঞপ্তি!

Last Updated:
West Bengal Schools: জামা হবে সাদা রং, প্যান্ট হবে নীল রঙের। মেয়েদের ক্ষেত্রে শার্ট হবে সাদা রঙের, স্কার্ট বা প্যান্ট হবে নীল রঙের।
advertisement
1/5
বড় খবর! কেমন হতে চলেছে রাজ্যের স্কুল পড়ুয়াদের পোশাক? জারি হয়ে গেল বিজ্ঞপ্তি
রাজ্যের স্কুলগুলিতে এবার হচ্ছে পোশাকের পরিবর্তন। নীল সাদা রংই হবে স্কুলের ড্রেসের। এই মর্মে নির্দেশিকা জারি করল সর্বশিক্ষা মিশন। Pre-primary থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্য সরকার সমস্ত পড়ুয়াদের স্কুল ড্রেস দেবে।
advertisement
2/5
জামা হবে সাদা রং, প্যান্ট হবে নীল রঙের। মেয়েদের ক্ষেত্রে শার্ট হবে সাদা রঙের, স্কার্ট বা প্যান্ট হবে নীল রঙের। এই মর্মে নির্দেশিকা জারি করেছে সর্বশিক্ষা মিশন। শর্ট বা স্কার্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে বিশ্ব বাংলা লোগো।
advertisement
3/5
অন্যদিকে ছাত্রীদের জন্য নির্দেশিকায় বলা হয়েছে যে সালোয়ার দেওয়া হবে তার রং হবে নেভি ব্লু বা সাদা। Pre-primary থেকে ক্লাস টু পর্যন্ত ছাত্রীদের ক্ষেত্রে দুটি করে সেট থাকবে শার্ট ও টিউনিক ফ্রক এর। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুটি সেট থাকবে শার্ট এবং স্কার্টের। ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত থাকবে দুটি করে সেট সালোয়ার-কামিজ এবং দুটি করে সেট দুপাট্টা এর। শুধু তাই নয় নির্দেশিকাও বলা হচ্ছে পকেটের উপরে বিশ্ব বাংলা লোগো দিতে হবে।শার্ট এর বাদিকে থাকবে এই বিশ্ব বাংলা লোগো। ইতিমধ্যে রাজ্যের জেলা ভিত্তিক self-help গ্রুপগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে এই স্কুল ড্রেস বানানোর। (তথ্য: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
advertisement
4/5
শুধু তাই নয় রাজ্য সরকার ইতিমধ্যেই একটি পোর্টাল তৈরি করেছে। যেই পোর্টালের মাধ্যমে কত সংখ্যক স্কুলড্রেস তৈরি হল, কত সংখ্যক স্কুলড্রেস কোন স্কুলে পৌঁছালো আপডেটগুলি আসবে স্কুল শিক্ষা দপ্তরের কাছে ওই পোর্টালের মাধ্যমে। মূলত ওই পোর্টালে প্রতি মুহূর্তের তথ্য আপডেট করতে হবে এমনটাই নির্দেশিকায় বলা হয়েছে। (তথ্য: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
advertisement
5/5
স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর দুই থেকে তিন মাসের মধ্যেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ স্কুল ড্রেস তৈরি থেকে শুরু করে বিভিন্ন স্কুলে পৌঁছানো এ ক্ষেত্রে গোটা প্রক্রিয়াটি সংঘটিত করতে সময় লাগবে দু থেকে তিন মাস। ইতিমধ্যে বিভিন্ন জেলায় স্কুলড্রেস প্রস্তুতির জন্য একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। (তথ্য: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/শিক্ষা/
West Bengal Schools: কেমন হতে চলেছে রাজ্যের স্কুল পড়ুয়াদের পোশাক? জারি হয়ে গেল বিজ্ঞপ্তি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল