NIRF Ranking 2025 Top 10 Management Colleges: ম্যানেজমেন্টের যুগ! ২০২৫ সালের NIRF র্যাঙ্কিংয়ে শীর্ষে কোন কলেজ? দেশের সেরা ১০ ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের বাংলার কোন নাম? চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
NIRF Ranking 2025 Top 10 Management Colleges: প্রতিবারের মতো এই বছরেও দেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠান কাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে, অবশেষে সেই প্রতীক্ষার অবসান। দেশের সেরা ম্যানেজমেন্ট কলেজের তালিকায় বাংলার কোন নাম?
advertisement
1/14

উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই দেশ এখন বিশ্বমানের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে বইকি! শিক্ষার্থীদের অসুবিধা হয় অন্য জায়গায়, কোন প্রতিষ্ঠান তাঁদের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, তা অনেক সময়েই তাঁরা বুঝে উঠতে পারেন না। এখানেই কাজে আসে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক।
advertisement
2/14
ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, সংক্ষেপে NIRF হল ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছর প্রকাশিত একটি র‍্যাঙ্কিং পদ্ধতি, যা ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে র‍্যাঙ্ক করার জন্য তৈরি করা হয়। এই কাঠামোটি পূর্বতন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় (বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়) কর্তৃক অনুমোদিত হয়েছিল এবং ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে চালু করা হয়েছিল।
advertisement
3/14
প্রতিবারের মতো এই বছরেও দেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠান কাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে, তা জানতে কৌতূহলে অপেক্ষা করছিলেন সবাই, অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির সম্পূর্ণ তালিকা অফিসিয়াল ওয়েবসাইট- nirfindia.org-এ দেখা যাবে। সম্প্রতি যে র‍্যাঙ্কিং ঘোষণা করা হয়েছে, সেখানে IIM আহমেদাবাদ ম্যানেজমেন্ট বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছেন।
advertisement
4/14
গত পাঁচ বছর ধরে ম্যানেজমেন্ট বিভাগের শীর্ষ পাঁচটি অবস্থান মূলত ধারাবাহিকভাবে বজায় রয়েছে। ২০২৪ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা ৫ম স্থান অধিকার করলেও এই বছর সেই জায়গা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, লখনউ নিয়ে নিয়েছে। NIRF র‍্যাঙ্কিং ২০২৫ অনুসারে ম্যানেজমেন্ট বিভাগে শীর্ষ ১০ প্রতিষ্ঠানেরর তালিকা এখানে দেওয়া হল:
advertisement
5/14
র‍্যাঙ্ক ১ : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদঅবস্থান: আহমেদাবাদ, গুজরাত
advertisement
6/14
র‍্যাঙ্ক ২ : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বেঙ্গালুরুঅবস্থান: ব্যাঙ্গালোর, কর্ণাটক
advertisement
7/14
র‍্যাঙ্ক ৩: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কোঝিকোড়অবস্থান: কোঝিকোড়, কেরল
advertisement
8/14
র‍্যাঙ্ক ৪: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লিঅবস্থান: নয়াদিল্লি, দিল্লি
advertisement
9/14
র‍্যাঙ্ক ৫: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, লখনউঅবস্থান: লখনউ, উত্তরপ্রদেশ
advertisement
10/14
র‍্যাঙ্ক ৬: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, মুম্বই (এসপি জৈন)অবস্থান: মুম্বই, মহারাষ্ট্র
advertisement
11/14
র‍্যাঙ্ক ৭ : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতাঅবস্থান: কলকাতা, পশ্চিমবঙ্গ
advertisement
12/14
র‍্যাঙ্ক ৮ : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইনদওরঅবস্থান: ইনদওর, মধ্যপ্রদেশ
advertisement
13/14
র‍্যাঙ্ক ৯ : ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (MDI)অবস্থান: গুরুগ্রাম, হরিয়ানা
advertisement
14/14
র‍্যাঙ্ক ১০ : XLRI- জেভিয়ার স্কুল অফ ম্যানেজমেন্টঅবস্থান: জামশেদপুর, ঝাড়খণ্ড